AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Fare Hike: বিরাট বড় খবর, ২৬ ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া, এবার কত খরচ পড়বে?

Indian Railways: ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে যারা যাতায়াত করবেন, নন-এসি কামরার ক্ষেত্রে ১০ টাকা করে ভাড়া বাড়ানো হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, এই সামান্য ভাড়া বৃদ্ধিতে রেলের অতিরিক্ত ৬০০ কোটি টাকা আয় হবে। আগামী ২৬ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।  

Train Fare Hike: বিরাট বড় খবর, ২৬ ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া, এবার কত খরচ পড়বে?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Dec 21, 2025 | 1:10 PM
Share

নয়া দিল্লি: বড় খবর। বাড়ছে ট্রেনের ভাড়া (Train Fare Hike)। নতুন ভাড়ার কাঠামো প্রকাশ করল ভারতীয় রেলওয়ে (Indian Railways)লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হল না। তবে দূরপাল্লার ট্রেনের টিকিটের ভাড়া বাড়ছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, নতুন ভাড়া কাঠামোয় লোকাল ও মান্থলি সেশন টিকিটের দাম বাড়ছে না। ২১৫ কিলোমিটারের মধ্যে যারা জেনারেল কোচে ভ্রমণ করবেন, তাদের ক্ষেত্রেও কোনও ভাড়া বাড়ছে না।

২১৫ কিলোমিটারের পর থেকে প্রতি কিলোমিটারের এক পয়সা করে ভাড়া বাড়বে জেনারেল কামরার জন্য।

মেইল ও এক্সপ্রেস ট্রেনে নন-এসি ও এসি ক্লাসে প্রতি কিলোমিটারে দুই পয়সা করে ভাড়া বাড়ছে।

৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে যারা যাতায়াত করবেন, নন-এসি কামরার ক্ষেত্রে ১০ টাকা করে ভাড়া বাড়ানো হচ্ছে।

রেলের তরফে জানানো হয়েছে, এই সামান্য ভাড়া বৃদ্ধিতে রেলের অতিরিক্ত ৬০০ কোটি টাকা আয় হবে।

রেলের তরফে এই ভাড়া বৃদ্ধির কারণও ব্যাখ্য়া করা হয়েছেবিগত এক দশকে রেলওয়ে তার নেটওয়ার্ক সম্প্রসারিত করেছেবেড়েছে ট্রেনের পরিষেবাকর্মক্ষমতা বাড়াতে কর্মীর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছেবর্তমানে রেলের কর্মীদের জন্য খরচ হয়লক্ষ ১৫ হাজার কোটিপেনশন বাবদ খরচ হয় ৬০ হাজার কোটি। ২০২৪-২৫ অর্থবর্ষে রেলের মোট খরচ বেড়ে দাঁড়িয়েছেলক্ষ ৬৩ হাজার কোটি টাকা

রেলের তরফে এই ভাড়া বৃদ্ধির কারণও ব্যাখ্য়া করা হয়েছেবিগত এক দশকে রেলওয়ে তার নেটওয়ার্ক সম্প্রসারিত করেছেবেড়েছে ট্রেনের পরিষেবাকর্মক্ষমতা বাড়াতে কর্মীর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছেবর্তমানে রেলের কর্মীদের জন্য খরচ হয়লক্ষ ১৫ হাজার কোটিপেনশন বাবদ খরচ হয় ৬০ হাজার কোটি। ২০২৪-২৫ অর্থবর্ষে রেলের মোট খরচ বেড়ে দাঁড়িয়েছেলক্ষ ৬৩ হাজার কোটি টাকা