Train Luggage Rules: কত কেজির লাগেজ নিয়ে ট্রেনে উঠলে অতিরিক্ত ভাড়া দিতে হবে?
Indian Railways: লিখিত জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান যে প্রতিটি কোচ বা ক্লাসের ভিত্তিতেই যাত্রীরা নিজেদের সঙ্গে কত লাগেজ নিয়ে যেতে পারবেন, তার নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া রয়েছে। তার বেশি ওজনের লাগেজ নিয়ে উঠলে অতিরিক্ত ফি দিতে হবে।

নয়া দিল্লি: ট্রেনে এবার আর যত খুশি মালপত্র নিয়ে ওঠা যাবে না। একটি নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র নিয়ে উঠলেই যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত টাকা। লোকসভায় এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। নির্দিষ্ট সীমার ওজনের বেশি মালপত্র নিলেই তার জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে।
লোকসভায় সাংসদ ভেমিরেড্ডি প্রভাকর রেড্ডি জানতে চেয়েছিলেন যে বিমানবন্দরের মতো ভারতীয় রেলওয়ে(Indian Railways)-তেও লাগেজ সংক্রান্ত কোনও নতুন নিয়ম কার্যকর করবে কি না। এর লিখিত জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান যে প্রতিটি কোচ বা ক্লাসের ভিত্তিতেই যাত্রীরা নিজেদের সঙ্গে কত লাগেজ নিয়ে যেতে পারবেন, তার নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া রয়েছে। তার বেশি ওজনের লাগেজ নিয়ে উঠলে অতিরিক্ত ফি দিতে হবে। সাধারণত ৩৫ কেজির বেশি ওজনের লাগেজ নিয়ে উঠলে অতিরিক্ত ফি দিতে হবে।
যেমন সেকেন্ড ক্লাস কোচে যাত্রীরা সর্বাধিক ৩৫ কেজির লাগেজ নিয়ে উঠতে পারেন। স্লিপার ক্লাসে সর্বাধিক ৪০ কেজি ওজনের মালপত্র নিয়ে ওঠা যায়। এসি-৩ কোচেও সর্বাধিক ৪০ কেজি ওজনের লাগেজ নিয়ে ওঠা যায়। এসি-২ কোচে সর্বাধিক ৫০ কেজি ওজনের মালপত্র নিয়ে ওঠা যায়। আর এসি-১ কোচে সর্বাধিক ৭০ কেজি ওজনের মালপত্র নিয়ে ওঠা যায়।
যদি কোনও যাত্রী চান, তাহলে অতিরিক্ত লাগেজ নিয়ে যাওয়ার জন্য বুকিং করতে পারেন। লাগেজ রেটের দেড় গুণ ফি দিতে হবে। ট্রাঙ্ক স্যুটকেস বা বক্সকেও যাত্রীরা লাগেজ হিসাবে নিয়ে যেতে পারেন, তবে তার আয়তন যদি নির্দিষ্ট সীমার বেশি হয়, তাহলে তা পার্সেল ভ্যানে পাঠাতে হবে। যাত্রীদের কম্পার্টমেন্টে তা নিয়ে যাওয়া যাবে না।
