SIR Hearing: হিয়ারিংয়ে ডাক পড়তে পারে ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ জনের!
SIR in West Bengal, Election Commission Of India: যাঁদের শুনানিতে ডাক পড়েছে তাঁদের বাড়িতে নোটিস ধরাবেন বিএলওরা। কাদের ডাকা হতে পারে শুনানিতে? জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম নেই, তাঁদেরই ডাকা হবে। বা যাঁদের পরিবারের কারও নাম পুরনো তালিকায় নেই তাঁদেরও ডাকা হবে।
খসড়া তালিকা প্রকাশের পরই শুনানির প্রস্তুতি কমিশনের। খসড়া তালিকায় বাদ পড়েছে ৫৮ লক্ষের বেশি নাম। এ ছাড়াও খসড়া তালিকায় নাম থাকলেও ডাক পড়তে পারে শুনানিতে। কারণ কমিশনের নজরে এখন রয়েছেন প্রায় ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ জনের নাম। এর মধ্যে বাবার নামে গলদ রয়েছে ৮৫ লক্ষের। প্রায় ১৩ লক্ষ ৫০ হাজার মানুষের বাবা ও মায়ের নাম এক। এ ছাড়াও ৩০ লক্ষ এমন মানুষ রয়েছেন যাঁদের ২০০২ সালের সঙ্গে কোনও ম্যাপিং পাওয়া যায়নি। তাদের শুনানিতে যেতেই হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, যাঁদের শুনানিতে ডাক পড়েছে তাঁদের বাড়িতে নোটিস ধরাবেন বিএলওরা। কাদের ডাকা হতে পারে শুনানিতে? জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম নেই, তাঁদেরই ডাকা হবে। বা যাঁদের পরিবারের কারও নাম পুরনো তালিকায় নেই তাঁদেরও ডাকা হবে। যে সব ভোটার ফর্ম ফিলআপের সময় ভুল তথ্য দিয়েছেন, তাঁদেরও ডাকা হবে শুনানিতে।

