AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র! পাক কম্যান্ডার দিচ্ছে বাংলাদেশিদের ট্রেনিং, কী চলছে জানলে চমকে যাবেন…

India-Bangladesh: আরও চাঞ্চল্যকর তথ্য হল, এই সমস্ত ভারত বিরোধী কার্যকলাপে শুধু আর্থিক মদত নয়, বাংলাদেশে দেদার ঢুকছে পাকিস্তানের অস্ত্র-জঙ্গিও। সূত্রের খবর, বান্দারবন, ব্রাহ্মণবেড়িয়া, সিলেট-সহ চার জায়গায় জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প তৈরি করা হয়েছে।

ভারতের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র! পাক কম্যান্ডার দিচ্ছে বাংলাদেশিদের ট্রেনিং, কী চলছে জানলে চমকে যাবেন...
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 18, 2025 | 12:33 PM
Share

ঢাকা: বাংলাদেশে ভারতীয় হাই কমিশনে হামলার ছক। প্রকাশ্যেই হুমকি দেওয়া হচ্ছে হাই কমিশনে হামলা করার। কিন্তু এই ছক কষছে কে? কারাই বা বাংলাদেশের (Bangladesh) মৌলবাদীদের মদত দিচ্ছে? সূত্রের খবর, শুধু হুমকি নয়। সত্যিই ভারতে হামলা করার ছক কষা হচ্ছে! ১০০ জনেরও বেশি জিহাদিকে নিয়ে হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর। 

সূত্রের খবর, এই হামলার ছক কষছে জামাত, আনসার-আল-ইসলাম, হুজুব-উত-তাহিরের মতো সংগঠন। দূতাবাসে ঢুকে ভারতীয় আধিকারিকদের শারীরিক হেনস্থার চক্রান্ত করা হচ্ছে। এমনকী, হেনস্থার পর আগুন ধরিয়ে দেওয়ারও ছক কষেছে জামাতিরা। 

জানা গিয়েছে, ঢাকায় বসবাসকারী ভারতীয়দের উপরেও হামলার পরিকল্পনা করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)। জামাতিদের দিয়ে ভারতীয়দের দফতরেও হামলার ছক। একাধিক ভারতীয় বিল্ডিংয়ে আত্মঘাতী হামলার ছক কষছে এরা গোপনে। আর এই হামলার নেতৃত্বে রয়েছে আইএসআই-এর আর্থিক মদতপুষ্ট ‘মোহাজির রেজিমেন্ট’। হামলা কীভাবে চালানো হবে, তার চূড়ান্ত ব্লুপ্রিন্টও তৈরি। এমনটাই গোয়েন্দা সূত্রে খবর। 

আরও চাঞ্চল্যকর তথ্য হল, এই সমস্ত ভারত বিরোধী কার্যকলাপে শুধু আর্থিক মদত নয়, বাংলাদেশে দেদার ঢুকছে পাকিস্তানের অস্ত্র-জঙ্গিও। সূত্রের খবর, বান্দারবন, ব্রাহ্মণবেড়িয়া, সিলেট-সহ চার জায়গায় জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প তৈরি করা হয়েছে। ১২৫ জনের ট্রেনিং চলছে, যার মধ্যে ৫০ জন আবার রোহিঙ্গা। প্রাক্তন এক পাক কম্যান্ডারের নেতৃত্বে ক্যাম্পে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

সূত্রের খবর, এই প্রশিক্ষণ শিবিরে রয়েছে আনসারুল্লাহ বাংলা টিম, হিজাব-উত-তাহরির যুব ক্যাডাররা-ও। কীভাবে রিমোটের মাধ্যমে বিস্ফোরণ করানো যায়, ক্যাম্পে তা শেখানো হচ্ছে হাতেকলমে।  শেখানো হচ্ছে গেরিলা লড়াই, অনুপ্রবেশের ফন্দি-ফিকির। 

পাকিস্তানের ভারত-বিরোধিতার নয়া ঘুঁটি এখন বাংলাদেশ, রিপোর্ট গোয়েন্দাদের। সেই লক্ষ্যেই জঙ্গিদের উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের ছক কষা হচ্ছে। তাই কট্টরপন্থীদের মুখে বারবার সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুমকি শোনা যাচ্ছে।