CM Mamata Banerjee: প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা মুখ্যমন্ত্রীর, তারপরেও দিলেন খোঁচা
CM on PM: বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে তীব্র কটাক্ষের সুরে বলেন, “গান্ধীজীর নাম বাদ দেওয়া হচ্ছে। ভাবা যায়? গান্ধীজীকে শ্রদ্ধা জানিয়ে আমরা কর্মশ্রী দিচ্ছি। নেতাজী, রবীন্দ্রনাথ আমরা সকলকে শ্রদ্ধা করি। তারপরও বাংলার বদনাম করা হয়। আমি প্রধানমন্ত্রীকে বলব এমন কিছু করবেন না যেটা পরে আপনার কাছে ফিরে আসে। আমরা মানবিকতার পক্ষে।”
কলকাতা: এদিন মনরেগা প্রকল্পের নান বদল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার সুর চড়াতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ুও কামনা করেন। তবে খোঁচা দিতে ছাড়লেন না। বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে তীব্র কটাক্ষের সুরে বলেন, “গান্ধীজীর নাম বাদ দেওয়া হচ্ছে। ভাবা যায়? গান্ধীজীকে শ্রদ্ধা জানিয়ে আমরা কর্মশ্রী দিচ্ছি। নেতাজী, রবীন্দ্রনাথ আমরা সকলকে শ্রদ্ধা করি। তারপরও বাংলার বদনাম করা হয়। আমি প্রধানমন্ত্রীকে বলব এমন কিছু করবেন না যেটা পরে আপনার কাছে ফিরে আসে। আমরা মানবিকতার পক্ষে।”
Published on: Dec 18, 2025 07:55 PM
