Swasthya Bhawan: মুখ্যসচিব বলেন, "মুখ্যসচিব: ওষুধ, সরঞ্জাম নিয়ে একটি জায়গা রয়েছে। এই সব জিনিসের সাপ্লাই কত হচ্ছে, তার গুণগত মান আদৌ ঠিক আছে কি না সবটাই স্বাস্থ্য ভবন মনিটর করে। সেই সকল জিনিসের স্যাম্পেল কালেক্ট করে পরীক্ষা করা হয়েছে। যেগুলো অপ্রয়োজনীয় তা সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"