Mamata Banerjee: গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য পর্যাপ্ত বাস, লঞ্চ থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। ২ হাজার ২৫০টি সরকারি বাস চলবে। ২৫০টি বেসরকারি বাস থাকবে পুণ্যার্থীদের জন্য। এছাড়া ১০০টি লঞ্চ, ৯টি বার্জ ও ৩২টি ভেসেল থাকবে। ২১টি জেটি ব্যবহার করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।