AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Export: ট্রাম্পের শুল্কের চাপ কাটিয়ে রফতানি বাড়ল ভারতের!

Indian Export: ট্রাম্পের শুল্কের চাপ কাটিয়ে রফতানি বাড়ল ভারতের!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Dec 18, 2025 | 7:28 PM

Share

Donald Trump, Indian Exports Increased: আসলে নভেম্বরে একলাফে ১৯ শতাংশ বেড়েছে ভারতের আমদানি। কিন্তু রফতানিতেও বাজিমাত করছে ভারত। ভারতীয় পণ্যের উপর ইতিমধ্যেই ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে। আর এবার সেই শুল্ক বসার পরও ভারতীয় পণ্য ঢুকছে আমেরিকায়।

নাগালের বাইরে চলে যাচ্ছিল আমেরিকান ডলারের দাম। আর এবার সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার মাঠে নামল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাজার থেকে এবার ডলার কেনা শুরু করল আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা লগ্নিকারীদের উদ্দেশ্যে বললেন ডিলারের দাম নিয়ে ঘুম নষ্ট না করতে।

তিনি বললেন, ডলারকে বাজারের হাতেই ছেড়ে দিন। আসলে নভেম্বরে একলাফে ১৯ শতাংশ বেড়েছে ভারতের আমদানি। কিন্তু রফতানিতেও বাজিমাত করছে ভারত। ভারতীয় পণ্যের উপর ইতিমধ্যেই ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে। আর এবার সেই শুল্ক বসার পরও ভারতীয় পণ্য ঢুকছে আমেরিকায়। এমনকি আমেরিকাতেও বাড়ল ভারতীয় পণ্যের রফতানি। আর যা দেখে অবাক হয়েছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ।

Published on: Dec 18, 2025 07:28 PM