AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কী ব্যবস্থা নিচ্ছেন শাহ? বড় ইঙ্গিত দিলীপের

কী ব্যবস্থা নিচ্ছেন শাহ? বড় ইঙ্গিত দিলীপের

Ranjit Dhar

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Dec 18, 2025 | 6:57 PM

Share

বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে বাংলায় রাজনৈতিক তরজা অনেকদিন ধরেই চলছে। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই অনুপ্রবেশকারীরা দেশ ছেড়ে পালাচ্ছে বলে বিজেপির দাবি। অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করছেন বিজেপি নেতারা। আবার তৃণমূলের বক্তব্য, সীমান্তে সুরক্ষার দায়িত্ব অমিত শাহের মন্ত্রকের। ফলে অনুপ্রবেশ হলে তার দায় অমিত শাহের। অনুপ্রবেশ, রোহিঙ্গা ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই তরজার মধ্যে অনুপ্রবেশ ও রোহিঙ্গা ইস্যুতে বৃহস্পতিবার দিলীপ ঘোষ পাল্টা বলেন, রোহিঙ্গারা কোথায় রয়েছে, কারা আশ্রয় দিচ্ছে, সেই খবর জানেন অমিত শাহ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, "অমিত শাহ ব্যবস্থা নিচ্ছেন। শেষ পর্যন্ত বুঝতে পারবেন।"

বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে বাংলায় রাজনৈতিক তরজা অনেকদিন ধরেই চলছে। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই অনুপ্রবেশকারীরা দেশ ছেড়ে পালাচ্ছে বলে বিজেপির দাবি। অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করছেন বিজেপি নেতারা। আবার তৃণমূলের বক্তব্য, সীমান্তে সুরক্ষার দায়িত্ব অমিত শাহের মন্ত্রকের। ফলে অনুপ্রবেশ হলে তার দায় অমিত শাহের। অনুপ্রবেশ, রোহিঙ্গা ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই তরজার মধ্যে অনুপ্রবেশ ও রোহিঙ্গা ইস্যুতে বৃহস্পতিবার দিলীপ ঘোষ পাল্টা বলেন, রোহিঙ্গারা কোথায় রয়েছে, কারা আশ্রয় দিচ্ছে, সেই খবর জানেন অমিত শাহ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “অমিত শাহ ব্যবস্থা নিচ্ছেন। শেষ পর্যন্ত বুঝতে পারবেন।”