Lionel Messi in Vantara: অম্বানীর বনতারায় মেসি ম্যাজিক, পরিচিত হলেন ভারতীয় সংস্কৃতির সঙ্গেও!
LM10 in Ambani's Vantara: শুধু মাখনলাল নয়, বনতারার বাকি সদস্যদের সঙ্গেও মেসির পরিচয় করিয়ে দেন অনন্ত অম্বানী। আর তাঁদের দেখে যেন বনতারার বাসন্দারা নিজেদের মতো করে উজাড় করে দিলেন ভালবাসা। সেখানে মেসির গলায় শোভা পেল রুদ্রাক্ষের মালা। তাঁকে দেখা গেল শিবের মাথায় জল ঢালতে।
ভারত সফরের শেষ পর্বে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির গন্তব্য ছিল জামনগরে অবস্থিত অম্বানীদের বনতারা। সেখানে তাঁদের স্বাগত জানান অনন্ত অম্বানী। আর সেখানেই যেন মেসির জন্য অপেক্ষা করছিল মাখনলাল। তবে শুধু মাখনলাল নয়, বনতারার বাকি সদস্যদের সঙ্গেও মেসির পরিচয় করিয়ে দেন অনন্ত অম্বানী। আর তাঁদের দেখে যেন বনতারার বাসন্দারা নিজেদের মতো করে উজাড় করে দিলেন ভালবাসা। সেখানে মেসির গলায় শোভা পেল রুদ্রাক্ষের মালা। তাঁকে দেখা গেল শিবের মাথায় জল ঢালতে। তাঁর গলায় শোনা গেল ‘জয় মাতা দি’। তারপর বনতারা সফর শেষ করলেন মেসি, সুয়ারেজ ও দি’পল। ফিরলেন অনেক অনেক স্মৃতি নিয়ে।
Published on: Dec 18, 2025 04:58 PM

