e Lionel Messi in Vantara: অম্বানীর বনতারায় মেসি ম্যাজিক, পরিচিত হলেন ভারতীয় সংস্কৃতির সঙ্গেও! - Bengali News | Lionel Messi in Vantara: Messi's magic at Ambani's Vantara; he also became acquainted with Indian culture! | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi in Vantara: অম্বানীর বনতারায় মেসি ম্যাজিক, পরিচিত হলেন ভারতীয় সংস্কৃতির সঙ্গেও!

Lionel Messi in Vantara: অম্বানীর বনতারায় মেসি ম্যাজিক, পরিচিত হলেন ভারতীয় সংস্কৃতির সঙ্গেও!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Dec 18, 2025 | 4:59 PM

Share

LM10 in Ambani's Vantara: শুধু মাখনলাল নয়, বনতারার বাকি সদস্যদের সঙ্গেও মেসির পরিচয় করিয়ে দেন অনন্ত অম্বানী। আর তাঁদের দেখে যেন বনতারার বাসন্দারা নিজেদের মতো করে উজাড় করে দিলেন ভালবাসা। সেখানে মেসির গলায় শোভা পেল রুদ্রাক্ষের মালা। তাঁকে দেখা গেল শিবের মাথায় জল ঢালতে।

ভারত সফরের শেষ পর্বে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির গন্তব্য ছিল জামনগরে অবস্থিত অম্বানীদের বনতারা। সেখানে তাঁদের স্বাগত জানান অনন্ত অম্বানী। আর সেখানেই যেন মেসির জন্য অপেক্ষা করছিল মাখনলাল। তবে শুধু মাখনলাল নয়, বনতারার বাকি সদস্যদের সঙ্গেও মেসির পরিচয় করিয়ে দেন অনন্ত অম্বানী। আর তাঁদের দেখে যেন বনতারার বাসন্দারা নিজেদের মতো করে উজাড় করে দিলেন ভালবাসা। সেখানে মেসির গলায় শোভা পেল রুদ্রাক্ষের মালা। তাঁকে দেখা গেল শিবের মাথায় জল ঢালতে। তাঁর গলায় শোনা গেল ‘জয় মাতা দি’। তারপর বনতারা সফর শেষ করলেন মেসি, সুয়ারেজ ও দি’পল। ফিরলেন অনেক অনেক স্মৃতি নিয়ে।

Published on: Dec 18, 2025 04:58 PM