e বেলডাঙায় অশান্তি কীভাবে ছড়াল? তদন্তে এবার NIA - Bengali News | NIA takes charge of investigation of Beldanga case, may reach to the spot on Saturday | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেলডাঙায় অশান্তি কীভাবে ছড়াল? তদন্তে এবার NIA

বেলডাঙায় অশান্তি কীভাবে ছড়াল? তদন্তে এবার NIA

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Jan 31, 2026 | 9:16 AM

Share

কলকাতা হাইকোর্ট বলেছিল, কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত হতেই পারে। অবশেষে মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তদন্তভার গ্রহণ করেছে তারা। রুজু হয়েছে একটি মামলাও। এই মর্মে FIR কপি জমা পড়েছে আদালতে। মুর্শিদাবাদেও পৌঁছেছে NIA টিম। ? সূত্রের খবর বেলডাঙার অশান্তির ঘটনায় অন্য কোনও ষড়যন্ত্র বা সাম্প্রদায়িক অসহিষ্ণুয়তার বিষয় রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে NIA। খুব শীঘ্রই গ্রেফতার হওয়া অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিতে বিশেষ NIA আদালতে আবেদন জানাবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। উল্লেখ্য, জানুয়ারির মাঝ বরাবর ঝাড়খণ্ডে বেলডাঙার এক পরিযায়ী শ্রমিকের মৃত্য়ুকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙা। ভাঙচুর, রেল অবরোধ, জাতীয় সড়কে বিক্ষোভ, সাংবাদিকদের মারধরের ঘটনাও ঘটে।

কলকাতা হাইকোর্ট বলেছিল, কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত হতেই পারে। অবশেষে মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তদন্তভার গ্রহণ করেছে তারা। রুজু হয়েছে একটি মামলাও। এই মর্মে FIR কপি জমা পড়েছে আদালতে। মুর্শিদাবাদেও পৌঁছেছে NIA টিম। ? সূত্রের খবর বেলডাঙার অশান্তির ঘটনায় অন্য কোনও ষড়যন্ত্র বা সাম্প্রদায়িক অসহিষ্ণুয়তার বিষয় রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে NIA। খুব শীঘ্রই গ্রেফতার হওয়া অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিতে বিশেষ NIA আদালতে আবেদন জানাবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। উল্লেখ্য, জানুয়ারির মাঝ বরাবর ঝাড়খণ্ডে বেলডাঙার এক পরিযায়ী শ্রমিকের মৃত্য়ুকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙা। ভাঙচুর, রেল অবরোধ, জাতীয় সড়কে বিক্ষোভ, সাংবাদিকদের মারধরের ঘটনাও ঘটে।