e পোড়া গোডাউন থেকে আরও দেহাংশ উদ্ধার, বাড়ছে উৎকণ্ঠা - Bengali News | Total 25 body parts recovered from Anandapur godown till now | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পোড়া গোডাউন থেকে আরও দেহাংশ উদ্ধার, বাড়ছে উৎকণ্ঠা

পোড়া গোডাউন থেকে আরও দেহাংশ উদ্ধার, বাড়ছে উৎকণ্ঠা

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Jan 30, 2026 | 8:09 PM

Share

আনন্দপুরে অগ্নিকাণ্ডের পর চারদিন কেটে গিয়েছে। ঘটনাস্থলে এখন শ্মশানের নিস্তব্ধতা। এদিন সকালে আনন্দপুরের গোডাউনের সামনে পুলিশি প্রহরা দেখা যায়। গোডাউনটি পুলিশ সিল করে দিয়েছে। এলাকায় জারি রয়েছে ১৬৩ ধারা। ২১টি দেহাংশের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার আরও চারটি দেহাংশ উদ্ধার হয়েছে। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও কয়েকজন নিখোঁজ। ফলে পরিজনদের উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে। শুক্রবার সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে গুদামটি বিধ্বস্ত হয়ে যাওয়ায় দ্রুত উদ্ধারকাজও করা যাচ্ছে না। নতুন করে আরও দেহাংশ উদ্ধার হবে কি না, সেই জল্পনা বাড়ছে।

আনন্দপুরে অগ্নিকাণ্ডের পর চারদিন কেটে গিয়েছে। ঘটনাস্থলে এখন শ্মশানের নিস্তব্ধতা। এদিন সকালে আনন্দপুরের গোডাউনের সামনে পুলিশি প্রহরা দেখা যায়। গোডাউনটি পুলিশ সিল করে দিয়েছে। এলাকায় জারি রয়েছে ১৬৩ ধারা। ২১টি দেহাংশের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার আরও চারটি দেহাংশ উদ্ধার হয়েছে। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও কয়েকজন নিখোঁজ। ফলে পরিজনদের উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে। শুক্রবার সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে গুদামটি বিধ্বস্ত হয়ে যাওয়ায় দ্রুত উদ্ধারকাজও করা যাচ্ছে না। নতুন করে আরও দেহাংশ উদ্ধার হবে কি না, সেই জল্পনা বাড়ছে।