SIR in Bengal: খসড়া তালিকা বেরতেই মতুয়াগড়ে কাঁপুনি! ম্যাপিং হয়নি লক্ষ লক্ষ নাম
Matua Community in SIR: তথ্য অনুযায়ী, নদিয়া ও উত্তর ২৪ পরগনা মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে আনম্যাপড ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। যা ঘিরে তৈরি হয়েছে সংশয়। খসড়া তালিকা প্রকাশ হতেই ফিকে হয়েছে মতুয়াদের গলার স্বর। না রয়েছে নিজের নাম, না রয়েছে বাবা-মায়ের নাম।
উত্তর ২৪ পরগনা: কেউ কি কথা রাখল না? মঙ্গলবার বাংলায় প্রকাশিত হয়েছে এসআইআর-এর খসড়া তালিকা। তারপরই প্রশ্নের মুখে মতুয়ারা। কিন্তু কেন? কারণ মতুয়াগড়েই আনম্যাপড ভোটার বেশি। তথ্য অনুযায়ী, নদিয়া ও উত্তর ২৪ পরগনা মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে আনম্যাপড ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। যা ঘিরে তৈরি হয়েছে সংশয়। খসড়া তালিকা প্রকাশ হতেই ফিকে হয়েছে মতুয়াদের গলার স্বর। না রয়েছে নিজের নাম, না রয়েছে বাবা-মায়ের নাম।
কমিশন সূত্রে খবর, সবচেয়ে বেশি আনম্যাপড ভোটারের খোঁজ মিলেছে গাইঘাটায়। মোট ১৪.৫ শতাংশ। তারপরেই রয়েছে হাবড়া। সেখানে ১৩.৬ শতাংশ। বাগদায় ১২.৭ শতাংশ। যে আশঙ্কা একাধিকবার প্রকাশ করতে দেখা গিয়েছিল তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুরকে, তাই যেন এবার সত্যি হল।
খসড়া তালিকা বেরতেই মতুয়াগড়ে কাঁপুনি! ম্যাপিং হয়নি লক্ষ লক্ষ নাম
'ক্ষমা চাইতে হবে...', বড় হুঁশিয়ারি অভিষেকের
কেন খুন হয়েছিলেন তৃণমূল কর্মী? ১৫ বছর পর CBI তদন্তে সত্য সামনে আসবে?
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা মুখ্যমন্ত্রীর, তারপরেও দিলেন খোঁচা
