Abhishek Banerjee: ‘ক্ষমা চাইতে হবে…’, বড় হুঁশিয়ারি অভিষেকের
Abhishek Banerjee on SIR: খসড়া তালিকা প্রকাশের পরেই বললেন, 'SIR বা FIR, যাই করে নাও না কেন, তৃণমূলের আসন বাড়বেই।' নিবিড় পরিমার্জনকে বিজেপির 'হাতিয়ার' বলে বরাবর কটাক্ষ করেছেন অভিষেক। আবার সঙ্গে নিজের আত্মবিশ্বাসকেও তুলে ধরেছেন তিনি।
কলকাতা: বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জন নিয়ে ‘আত্মবিশ্বাসী’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। খসড়া তালিকা প্রকাশের পরেই বললেন, ‘SIR বা FIR, যাই করে নাও না কেন, তৃণমূলের আসন বাড়বেই।’ নিবিড় পরিমার্জনকে বিজেপির ‘হাতিয়ার’ বলে বরাবর কটাক্ষ করেছেন অভিষেক। আবার সঙ্গে নিজের আত্মবিশ্বাসকেও তুলে ধরেছেন তিনি।
এবার ভোট বাড়া নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী অভিষেক। এদিন তিনি বলেন, ‘কলকাতা থেকে আমি চ্য়ালেঞ্জ করেছিলাম। যাই করুন না কেন তৃণমূলের ভোট বাড়বে। ওরা কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করেনি। তা হলে কে আসলেই ভয় পেয়েছেন বলুন তো? আমি বলছি, একুশের তুলনায় তৃণমূলের ভোট-আসন বাড়বে। বিজেপিকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।’
