Lionel Messi, DG WB Police: শোকজের জবাবে কী লিখলেন ডিজি রাজীব কুমারের
Lionel Messi, Kolkata: 'পরিকল্পনা অনুযায়ী হয়নি মেসির অনুষ্ঠান। নিজেদের মতো পরিকল্পনা করেছিলেন উদ্যোক্তারা", এমনই নাকি লেখা হয়েছে ক্রীড়া সচিবের রিপোর্টে, জানা গিয়েছে সূত্র মারফত। যদিও শোকেসের জবাবে ডিজি রাজীব কুমার বা বিধাননগর সিটি পুলিশের কমিশনার মুকেশ কুমার কী বলেছেন তা এখনও জানা যায়নি।
যুবভারতীতে বিশৃঙ্খলা, সেই শোকজের জবাব দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার। শোকজের জবাব দিলেন ক্রীড়া সচিব ও বিধাননগরের সিপিও। ‘পরিকল্পনা অনুযায়ী হয়নি মেসির অনুষ্ঠান। নিজেদের মতো পরিকল্পনা করেছিলেন উদ্যোক্তারা”, এমনই নাকি লেখা হয়েছে ক্রীড়া সচিবের রিপোর্টে, জানা গিয়েছে সূত্র মারফত। যদিও শোকেসের জবাবে ডিজি রাজীব কুমার বা বিধাননগর সিটি পুলিশের কমিশনার মুকেশ কুমার কী বলেছেন তা এখনও জানা যায়নি। তবে কি নিজেদের গাফিলতি এড়ানোর চেষ্টা করছে প্রশাসন?
নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বা বিধানগরের সিপি মুকেশ কুমারের জবাবের পরিপ্রেক্ষিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেই জানা গিয়েছে।
Published on: Dec 18, 2025 12:47 PM

