AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: শুধু সেভেন সিস্টার্স নয়, গোটা সীমান্তের দিকেই ‘শকুনের নজর’ রাখছে বাংলাদেশ! সামনে এল বিরাট তথ্য

India-Bangladesh Tension: বিজয় দিবসের আগে থেকেই ভারতের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করছে বাংলাদেশের একাংশ নেতা ও মৌলবাদীরা। বিজয় দিবসের আগেরদিনই এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছিলেন সেভেন সিস্টার্স দখল করার কথা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত কড়া প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানায়।

Bangladesh: শুধু সেভেন সিস্টার্স নয়, গোটা সীমান্তের দিকেই 'শকুনের নজর' রাখছে বাংলাদেশ! সামনে এল বিরাট তথ্য
সীমান্তে নজর রাখছে বিএসএফ-ও।Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 21, 2025 | 1:57 PM
Share

ঢাকা: জ্বলছে বাংলাদেশ। সেখানে অশান্তির আগুন বেড়েই চলেছে দিনে দিনে। আর এই সুযোগটাই নিচ্ছে বাংলাদেশি কিছু মৌলবাদীরা। তারা ছড়াচ্ছে ভারতের বিরুদ্ধে বিদ্বেষের ‘বিষ’। সেভেন সিস্টার্স কেড়ে নেওয়া থেকে শুরু করে ভারতীয় হাই কমিশনে হামলার হুমকি দিয়েই চলেছে বাংলাদেশি মৌলবাদী নেতারা। এবার তীব্র ভারত বিরোধিতার মধ্যেই বাংলাদেশ (Bangladesh) আরেক কাজ করল। এবার সীমান্তে ড্রোন মোতায়েন করল ঢাকা।

জানা গিয়েছে, তুরস্কের দেওয়া ‘বে-রাক-তার-টিবি-২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশের সেনা। গতবছরই তুরস্কের কাছ থেকে এই ড্রোন কেনে ইউনূস সরকার। অভিযোগ, পাকিস্তানের মধ্যস্থতায় ড্রোনগুলি হাতে পায় ঢাকা। হাসিনা সরকারের পতনের পর যখন ইউনূস সরকার ক্ষমতা হাতে পায়, তারপরই পাকিস্তানের সঙ্গে সখ্যতা বৃদ্ধি পায়। আর তার দৌলতেই এই ড্রোন প্রাপ্তি।

এবার সেই তুরস্কের ড্রোন উড়ছে ভারতীয় সীমান্তের কাছে। পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয় সেনা। সূত্রের খবর, তুরস্কের কাছ থেকে ড্রোন কেনার পর থেকে একাধিকবার ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি এসেছে বাংলাদেশি ড্রোন।  সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়ে একাধিকবার সতর্ক করেছে  দেশের সেনা।

Bangladesh Drone

ড্রোনের এক্সক্লুসিভ ফুটেজ

জানা গিয়েছে, ২০ ঘণ্টারও বেশি সময় ধরে একটানা উড়তে পারে ড্রোনগুলি। হামলাতেও পারদর্শী।

প্রসঙ্গত, বিজয় দিবসের আগে থেকেই ভারতের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করছে বাংলাদেশের একাংশ নেতা ও মৌলবাদীরা। বিজয় দিবসের আগেরদিনই এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছিলেন সেভেন সিস্টার্স দখল করার কথা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত কড়া প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানায়। বাংলাদেশে নিরাপত্তার খাতিরে বন্ধ হয়েছে একের পর এক ভিসা অফিস, হাই কমিশনের অফিস। গতকাল, শনিবার (২০ ডিসেম্বর) হটলাইনে ভারতীয় সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে কথা বলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। বাংলাদেশের সেনা প্রধানের ফোনের পর আজ বাংলাদেশ হাই কমিশনের বাইরে নিরাপত্তা বাড়াল দিল্লি।