Padma Award 2025: পদ্ম অ্যাওয়ার্ড ঘোষণা, অশ্বিন-শ্রীজেশ সহ তালিকায় পাঁচ ক্রীড়াবিদ
Padma Award 2025 Sports: অলিম্পিকের পরই দেশের জার্সিকে বিদায় জানান। নতুন প্রজন্মকে তুলে আনার ক্ষেত্রে বড় দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীজেশকে। ভারতীয় জুনিয়র হকি টিমের কোচ। ভারতের এই প্রাক্তন হকি খেলোয়াড় পদ্ধভূষণ সম্মান পাচ্ছেন।
পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা করা হল এ দিন। সাধারণতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় এই তালিকা প্রকাশ করা হল। ক্রীড়াক্ষেত্রে পাঁচ জন পদ্ধ পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছেন। তাঁরা হলেন পিআর শ্রীজেশ, রবিচন্দ্রন অশ্বিন, আইএম বিজয়ন, হরবিন্দর সিং এবং সত্যপাল সিং। এ দিন পদ্ম পুরস্কারের তালিকায় মোট ১৩৯ জনের নাম ঘোষণা হয়েছে। যাতে রয়েছেন এই ক্রীড়াবিদরা।
প্যারিস অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় দল। টানা দুই অলিম্পিকেই দুর্দান্ত পারফর্ম করেছে ভারত। প্যারিসেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অভিজ্ঞ গোলরক্ষক পিআর শ্রীজেশ। অলিম্পিকের পরই দেশের জার্সিকে বিদায় জানান। নতুন প্রজন্মকে তুলে আনার ক্ষেত্রে বড় দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীজেশকে। ভারতীয় জুনিয়র হকি টিমের কোচ। ভারতের এই প্রাক্তন হকি খেলোয়াড় পদ্ধভূষণ সম্মান পাচ্ছেন।
তালিকায় রয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো রবিচন্দ্রন অশ্বিনও। গত বছরের শেষে বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রবিচন্দ্রন অশ্বিন। তবে ক্লাব ক্রিকেট এবং আইপিএলে খেলবেন। রবিচন্দ্রন অশ্বিন এবং ভারতের কিংবদন্তি ফুটবলার আইএম বিজয়ন পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। ভারতীয় দলের পাশাপাশি কলকাতা ফুটবলেও অতি পরিচিত এবং জনপ্রিয় বিজয়ন। খেলেছেন দুই প্রধানে।
এ ছাড়াও পদ্ম সম্মানের তালিকায় রয়েছেন প্যারিস প্যারালিম্পিকে পদকজয়ী আর্চার হরবিন্দর সিং। ক্রীড়াক্ষেত্রে আরও একজন পদ্মশ্রী পাচ্ছেন, তিনি হলেন সত্যপাল সিং।