Paris Olympics 2024: নীরজের রুপো, মনুর জোড়া ব্রোঞ্জ; এক ঝলকে দেখুন প্যারিস গেমসে ভারতের চ্যাম্পিয়নদের
India's Medal winner from Paris 2024: প্যারিস অলিম্পিকের আজ অফিসিয়ালি শেষ দিন। এ বার অলিম্পিক থেকে দুই অঙ্কের পদকের আশা ছিল দেশবাসীর। তা অবশ্য পূরণ হয়নি। একাধিক অ্যাথলিট থেমে যান চতুর্থ স্থানে। শেষ অবধি প্যারিস থেকে হাফডজন ভারতীয় অ্যাথলিট দেশকে পদক দিতে পারলেন। ছবিতে দেখে নিন কারা তাঁরা।
![প্যারিস অলিম্পিকে ১১৭ জন ভারতীয় অ্যাথলিট পারফর্ম করতে গিয়েছিলেন। গ্রেটেস্ট শো অন দ্য আর্থে ভারতের অভিযান শেষ। প্যারিস গেমস থেকে দুই অঙ্কের পদক আসার স্বপ্ন দেখেছিলেন দেশবাসী। অবশ্য তা পূরণ হয়নি।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/08/Paris-2024.jpg?w=1280&enlarge=true)
1 / 8
![নীরজ চোপড়া, মনু ভাকেরদের হাত ধরে প্যারিস অলিম্পিক থেকে মোট ৬টি পদক এসেছে ভারতের ঝুলিতে। তার মধ্যে ৫টি ব্রোঞ্জ এবং একটি রুপো।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/08/Indian-shooter-Manu-Bhaker.jpg)
2 / 8
![মনু ভাকের প্যারিস অলিম্পিক থেকে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/08/Manu-Bhaker-won-two-bronze-medal-in-Paris-2024.jpg)
3 / 8
![ব্যাক্তিগত বিভাগে ব্রোঞ্জেই থেমে থাকেননি মনু ভাকের। তিনি সরবজোৎ সিংয়ের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টেও ব্রোঞ্জ পেয়েছেন।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/08/Manu-Bhaker-and-Sarabjot-Singh.jpg)
4 / 8
![প্যারিস অলিম্পিকে শুটিং থেকে ব্যাক টু ব্যাক তিনটি পদক পায় ভারত। পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পান স্বপ্নিল কুশালে।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/08/Swapnil-Kusale-won-bronze-in-Paris-2024.jpg)
5 / 8
![টোকিও অলিম্পিকের পর প্যারিস গেমস থেকেও ভারতীয় পুরুষ হকি টিম দেশকে পদক দিয়েছে। এ বার পিআর শ্রীজেশরা প্যারিসে ব্রোঞ্জ পেয়েছেন।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/08/Indian-Hockey-Team-won-bronze-in-Paris-2024.jpg)
6 / 8
![নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো-তে টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন। প্যারিস গেমসে তিনি পুরুষদের জ্যাভলিন থ্রো-তে রুপো পেয়েছেন। এ বারের গ্রেটেস্ট শো অন দ্য আর্থে এটিই ভারতের একমাত্র রুপো।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/08/Neeraj-Chopra-won-silver-in-paris-2024.jpg)
7 / 8
![প্যারিস গেমসে শেষ বেলায় কুস্তি থেকে ব্রোঞ্জ এনে দেন আমন শেরাওয়াত। তিনি প্যারিস অলিম্পিকে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ইভেন্ট থেকে দেশকে ব্রোঞ্জ দিয়েছেন।](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/08/aman-sehrawat-won-bronze-in-paris-2024.jpg)
8 / 8