নীরজ চোপড়া
ভারতীয় ক্রীড়া জগতে উজ্জ্বল নক্ষত্র নীরজ চোপড়া। দেশের সব আক্ষেপই মিটিয়েছেন এই জ্যাভলিন থ্রোয়ার। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের কোনও অলিম্পিক গোল্ড মেডেল ছিল না। টোকিওতে সেই আক্ষেপ মিটিয়েছেন নীরজ চোপড়া। এরপর ডায়মন্ড লিগ এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সেরার পুরস্কার জিতেছেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে অলিম্পিকে ভারতের যে ‘অন্ধকার’ ছিল, সোনার পদকে তা দূর করেছেন নীরজ। প্যারিসেও ভারতীয় অ্যাথলিটদের আশা-আকাঙ্খা এবং পদক জয়ের অন্যতম দাবিদার এই জ্যাভলিন থ্রোয়ার। নীরজ মানেই যেন নজির। দেশে-বিদেশে নানা পদক জিতেছেন। সময়ের সঙ্গে প্রত্যাশাও বেড়েছে তাঁকে ঘিরে। টোকিওতে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছিলেন। তাঁর ব্যক্তিগত লক্ষ্য ৯০ মিটারের। প্যারিসে সোনার পদক ধরে রাখার পাশাপাশি ৯০ মিটারের চ্যালেঞ্জ নীরজের।