AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neeraj Chopra’s Wife Himani Mor: ক্রীড়াবিদকেই জীবনসঙ্গী বাছলেন নীরজ চোপড়া, কোন খেলার সঙ্গে যুক্ত হিমানি মোর?

Who Is Neeraj Chopra's Wife: ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া চুপি চুপি সাতপাকে বাঁধা পড়লেন। এক ক্রীড়াবিদকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ। জানেন কোন খেলার সঙ্গে যুক্ত নীরজের স্ত্রী?

| Updated on: Jan 20, 2025 | 1:24 PM
Share
টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার প্যারিস অলিম্পিকে রুপো পেয়েছিলেন। এরপর থেকেই তাঁর প্রেম জীবন নিয়ে জোর গুঞ্জন চলছিল। অনেকেই ভারতীয় তরুণ শুটার মনু ভাকেরের সঙ্গে নীরজের নাম জুড়ছিলেন। এ বার সব জল্পনার ইতি। বিয়ের পিঁড়িতে বসলেন নীরজ।

টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার প্যারিস অলিম্পিকে রুপো পেয়েছিলেন। এরপর থেকেই তাঁর প্রেম জীবন নিয়ে জোর গুঞ্জন চলছিল। অনেকেই ভারতীয় তরুণ শুটার মনু ভাকেরের সঙ্গে নীরজের নাম জুড়ছিলেন। এ বার সব জল্পনার ইতি। বিয়ের পিঁড়িতে বসলেন নীরজ।

1 / 8
রবিবার সোশ্যাল মিডিয়া সাইটে নিজের বিয়ের খবর জানান ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। তবে রবিবার তাঁর বিয়ে হয়নি। দিনদুয়েক আগে নীরজের বিয়ে হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন নীরজের কাকা।

রবিবার সোশ্যাল মিডিয়া সাইটে নিজের বিয়ের খবর জানান ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। তবে রবিবার তাঁর বিয়ে হয়নি। দিনদুয়েক আগে নীরজের বিয়ে হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন নীরজের কাকা।

2 / 8
 নীরজ চোপড়ার স্ত্রীর নাম হিমানি মোর। তিনি টেনিস প্লেয়ার। পাশাপাশি পার্টটাইম টেনিসের কোচিংও করান। ফ্র্যাঙ্কলিন পিয়ের্স ইউনিভার্সিটিতে পার্ট টাইম অ্যাসিসট্যান্ট কোচও তিনি।

নীরজ চোপড়ার স্ত্রীর নাম হিমানি মোর। তিনি টেনিস প্লেয়ার। পাশাপাশি পার্টটাইম টেনিসের কোচিংও করান। ফ্র্যাঙ্কলিন পিয়ের্স ইউনিভার্সিটিতে পার্ট টাইম অ্যাসিসট্যান্ট কোচও তিনি।

3 / 8
হরিয়ানায় প্রথম পড়াশুনা নীরজ চোপড়ার স্ত্রী হিমানি মোরের। পানিপতের লিটল অ্যাঞ্জেলস স্কুলে পড়েন তিনি। এরপর দিল্লি ইউনিভার্সিটির মিরান্ডা হাউস থেকে পলিটিক্যাল সায়েন্স ও ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন।

হরিয়ানায় প্রথম পড়াশুনা নীরজ চোপড়ার স্ত্রী হিমানি মোরের। পানিপতের লিটল অ্যাঞ্জেলস স্কুলে পড়েন তিনি। এরপর দিল্লি ইউনিভার্সিটির মিরান্ডা হাউস থেকে পলিটিক্যাল সায়েন্স ও ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন।

4 / 8
হিমানি মোর উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি দেন। McCormack Isenberg School of Management থেকে তিনি সায়েন্স ইন স্পোর্টস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

হিমানি মোর উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি দেন। McCormack Isenberg School of Management থেকে তিনি সায়েন্স ইন স্পোর্টস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

5 / 8
নীরজ চোপড়ার কাকা ভীম চোপড়া পিটিআইকে জানিয়েছেন, হিমানি মোর সোনিপতের মেয়ে। পড়াশুনা করছেন মার্কিন যুক্তরাজ্যে।

নীরজ চোপড়ার কাকা ভীম চোপড়া পিটিআইকে জানিয়েছেন, হিমানি মোর সোনিপতের মেয়ে। পড়াশুনা করছেন মার্কিন যুক্তরাজ্যে।

6 / 8
নীরজ চোপড়া এবং হিমানি মোর বিয়ের পর ইতিমধ্যেই হানিমুনেও গিয়েছেন বলে জানান ভারতের সোনার ছেলের কাকা। বিয়ে থেকে শুরু করে সবই খুব প্রকাশ্যে আনতে চাইছেন না নীরজের পরিবার।

নীরজ চোপড়া এবং হিমানি মোর বিয়ের পর ইতিমধ্যেই হানিমুনেও গিয়েছেন বলে জানান ভারতের সোনার ছেলের কাকা। বিয়ে থেকে শুরু করে সবই খুব প্রকাশ্যে আনতে চাইছেন না নীরজের পরিবার।

7 / 8
হিমানি মোর ২০১৮ সালে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) ইভেন্টে খেলতে শুরু করেন। এআইটিএ ওয়েবসাইট অনুযায়ী, হিমানির কেরিয়ারের সেরা জাতীয় র‍্যাঙ্কিং ছিল ৪২ (সিঙ্গলস)। আর কেরিয়ারের সেরা ডাবলস র‍্যাঙ্কিং ছিল ২৭।

হিমানি মোর ২০১৮ সালে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) ইভেন্টে খেলতে শুরু করেন। এআইটিএ ওয়েবসাইট অনুযায়ী, হিমানির কেরিয়ারের সেরা জাতীয় র‍্যাঙ্কিং ছিল ৪২ (সিঙ্গলস)। আর কেরিয়ারের সেরা ডাবলস র‍্যাঙ্কিং ছিল ২৭।

8 / 8