দেশের মান রাখলেন নীরজ চোপড়া। অলিম্পিকে ভারতের ঝুলিতে এল আরও একটি পদক।
অলিম্পিকে রুপোর পদক আনলেন নীরজ চোপড়া। এই নিয়ে ভারতের ঝুলিতে ৬টি পদক এল। এর মধ্যে একমাত্র নীরজই রুপো আনতে পেরেছেন।
আর অলিম্পিকে পদক জেতার পরই নীরজ চোপড়ার ব্রান্ড ভ্যালুও হু হু করে চড়ল।
ভারতে ক্রিকেট ঘিরে যে উন্মাদনা, তা বদলে দিয়েছিলেন নীরজ। টোকিয়ো অলিম্পিক, এশিয়ান গেমসে সোনা এনেছেন নীরজ। এবার প্যারিস অলিম্পিকে আনলেন রুপো।
একের পর এক পদক জয়েই দেশের মুখ হয়ে উঠেছেন নীরজ চোপড়া। একের পর এক দেশীয়, আন্তর্জাতিক ব্রান্ডের মুখ হয়ে উঠেছেন নীরজ।
জানা গিয়েছে, বর্তমানে মোট ২২টি ব্রান্ডের বিজ্ঞাপন করেন নীরজ চোপড়া। এই বিজ্ঞাপন থেকে মোটা অঙ্কের অর্থও আয় করেন। কত সেই অঙ্ক জানেন?
সূত্রের খবর, নীরজ চোপড়া বিজ্ঞাপন পিছু বার্ষিক ৪ কোটি টাকা ফি নেন। এই অঙ্ক অনেক অভিনেতা বা ক্রিকেটারের বিজ্ঞাপন ফি-র থেকেও বেশি।
স্পোর্টস কিট ব্রান্ড নাইকি থেকে শুরু করে গেটোরেড, টাটা এআইজি লাইফ ইন্সুরেন্স, ক্রেডের মতো সংস্থার হয়ে বিজ্ঞাপন করেন নীরজ।
এছাড়া জেএসডব্লু , বাইজুস, কান্ট্রি ডিলাইট, সুইজারল্যান্ড ট্যুরিজম, নয়েজ সহ বড় ব্রান্ডের হয়েও বিজ্ঞাপন করেন নীরজ চোপড়া।
রিপোর্ট অনুযায়ী, নীরজ চোপড়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪.৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৩৭ কোটি টাকা।