শিক্ষা হয়নি Pakistan-এর, ফের ছক কষছে নাশকতার!
Pakistan: জানা যাচ্ছে, এই সব কিছুর পিছনে রয়েছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাট। এই ব্যাট হল পাকিস্তানের সবচেয়ে নৃশংস বাহিনী। তারা নাকি তালিম দিচ্ছে আইএস খোরসানকে। ৮০০ জঙ্গি নাকি ইতিমধ্যেই চলে এসেছে নাশকতা করতে।
অপারেশন সিঁদুরের পরও হুঁশ ফিরছে না পাকিস্তানের। সূত্রের খবর আবারও ভারতে জঙ্গি হামলার ছক কষছে তারা। তবে কোথায় হামলা করবে পাকিস্তান, সেই বিষয়ে এখনও নিশ্চিত নন গোয়েন্দারা। তবে, সর্বভারতীয় এক সংবাদসংস্থা সূত্রে খবর জম্মুতে নাকি নাশকতার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই নাকি ড্রোনের মাধ্যমে রেইকি করেছে জঙ্গিস্থান।
সেই সংবাদসংস্থা আরও খবর বের করেছে। জানা যাচ্ছে, এই সব কিছুর পিছনে রয়েছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাট। এই ব্যাট হল পাকিস্তানের সবচেয়ে নৃশংস বাহিনী। তারা নাকি তালিম দিচ্ছে আইএস খোরসানকে। ৮০০ জঙ্গি নাকি ইতিমধ্যেই চলে এসেছে নাশকতা করতে। আর তাদের মদত দিচ্ছে আইএসআই। তবে, গোয়েন্দা বা নিরাপত্তা উপদেষ্টা সূত্রে খবর, এই নাশকতার সম্ভাবনা সবচেয়ে বেশি মুম্বইয়ে।
Published on: Nov 10, 2025 04:55 PM