AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আগামী ফেব্রুয়ারিতে বিয়ে করছেন নীল-তৃণা

সব কিছু ঠিক থাকলে ৪ ফেব্রুয়ারি, ২০২১-এ চারহাত এক হবে।

আগামী ফেব্রুয়ারিতে বিয়ে করছেন নীল-তৃণা
তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য।
| Updated on: Dec 05, 2020 | 1:32 PM
Share

TV9 বাংলা ডিজিটাল: তৃণা সাহা (Trina Saha) এবং নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। টলিউডের এই জুটির প্রেম এবার পরিণতি পেতে চলেছে। আগামী বছর ফেব্রুয়ারিতে বিয়ে করছেন তাঁরা। সব কিছু ঠিক থাকলে ৪ ফেব্রুয়ারি, ২০২১-এ চারহাত এক হবে।

২০১১-এ এমবিএ পড়তে গিয়ে দুজনের আলাপ। তবে তখন শুধুই বন্ধুত্ব ছিল। ধীরে ধীরে প্রেম পরিণতি পায়। মাঝে এক বছরের জন্য দিল্লি চলে গিয়েছিলেন তৃণা। তখন নাকি তাঁদের তেমন যোগাযোগ ছিল না। কলকাতায় ফিরে ফের যোগাযোগ শুরু হয়। ২০১৬-এ নীলের জন্মদিনের দিন তৃণা জানান মনের কথা। কিছুদিন চুপ করে থাকার পর ২০১৭-এ তৃণার জন্মদিনে নীল প্রোপোজ করেন।

আরও পড়ুন, ডিসেম্বরে বিয়ে, মার্চে রিসেপশন গৌরব-দেবলীনার

এই সম্পর্কের কথা প্রথমে বাড়িতে জানাননি দুই অভিনেতা। কিন্তু বাড়ির সদস্যরা তাঁদের সম্পর্কের বিষয়ে আন্দাজ পেয়ে গিয়েছিলেন। তবে বিয়ের সিদ্ধান্ত নাকি হঠাৎ করে নিয়েছেন তাঁরা। পরিবারের সম্মতিতে ফেব্রুয়ারির ৪ তারিখ বিয়ের পর ১৪ তারিখ রিসেপশনের পরিকল্পনা করেছেন। পরিবার, আত্মীয়, বন্ধুরা তো বটেই, ইন্ডাস্ট্রির বেশ কিছু সদস্যও উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে।

আরও পড়ুন, ছেলেকে নিয়ে কোথায় পার্টি করলেন রচনা?

বিয়ের দিন ট্র্যাডিশনাল বেনারসিতেই সাজতে চান তৃণা। সঙ্গে থাকবে ট্র্যাডিশনাল সোনার গয়না। নীলের পরনেও থাকবে ট্র্যাডিশনাল পোশাক। রিসেপশনের জন্য ডিজাইনার কিছু বেছে নিতে পারেন তাঁরা। যদিও এখনও সেভাবে কোনও প্ল্যান করেননি বলেই জানা গিয়েছে। নীল এখন ‘কৃষ্ণকলি’ নিয়ে ব্যস্ত। অন্যদিকে তৃণার চলছে ‘খড়কুটো’র শুটিং। বিয়ের পরও একই রকম ভাবে কাজ করবেন এই জুটি। তবে তার মধ্যেও সময় করে পছন্দের হনিমুন ডেস্টিনেশ গ্রিসে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।

আরও পড়ুন, আসছে বনি-কৌশানীর ‘বিয়ে ডট কম’, চোখ রাখুন টিভিতে