AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দু’বছরের মধ্যে নতুন সংসদ! ডিসেম্বরে শিলান্যাস করতে পারেন মোদী!

TV9 বাংলা ডিজিটাল: সম্ভবত আগামী ডিসেম্বর মাসের শুরুতেই নতুন সংসদ ভবনের (New Parliament) শিলান্যাস করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে দাবি করা হয়েছে, সংসদ ভবন চত্বরের পাঁচটি মূর্তি কিছুদিনের জন্য অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। তার মধ্যে মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)-সহ স্বাধীন ভারতের সংবিধান […]

দু'বছরের মধ্যে নতুন সংসদ! ডিসেম্বরে শিলান্যাস করতে পারেন মোদী!
ফাইল চিত্র।
| Updated on: Nov 27, 2020 | 1:16 PM
Share

TV9 বাংলা ডিজিটাল: সম্ভবত আগামী ডিসেম্বর মাসের শুরুতেই নতুন সংসদ ভবনের (New Parliament) শিলান্যাস করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে দাবি করা হয়েছে, সংসদ ভবন চত্বরের পাঁচটি মূর্তি কিছুদিনের জন্য অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। তার মধ্যে মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)-সহ স্বাধীন ভারতের সংবিধান প্রণেতা ভীমরাও অম্বেদকরের মূর্তিও রয়েছে। সংস্কার কাজ শেষ হয়ে গেলে মূর্তিগুলিকে আগের জায়গায় ফিরিয়ে আনা হবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী একবার শিলান্যাস করে দিলে নতুন ভবন তৈরি হতে বড়জোড় ২১ মাস সময় লাগবে বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থা। বর্তমান সংসদ ভবনের অদূরেই নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে।

সেন্ট্রাল ভিস্তা পুর্নবিকাশ যোজনায় নতুন এই ত্রিকোণ ভবন তৈরি হবে। এর সঙ্গে একটি কেন্দ্রীয় সচিবালয় তৈরি হবে ও রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট (India Gate) পর্যন্ত তিন কিলোমিটার লম্বা রাজপথকেও ঢেলে সাজানো হবে।

প্রাথমিকভাবে আগামী ১০ ডিসেম্বর শিলান্যাসের দিনক্ষণ নির্ধারিত হয়েছে। তবে প্রধানমন্ত্রী তাতে সম্মতি না জানানো পর্যন্ত সেই তারিখ চূড়ান্ত নয়। পিটিআই সূত্রে খবর এমনটাই। নতুন ভবনের পরিকল্পনা অনুযায়ী, সকল সাংসদের জন্য সেখানে আলাদা ঘর থাকবে। এবং সব ঘরেই অত্যাধুনিক ডিজিটাল ইন্টারফেস ব্যবহার করা হবে। যাতে কাগজের ব্যবহার ন্যূনতম করা যায়।

আরও পড়ুন: মাস্ক না পরার জরিমানা এখন ১০০০ টাকা! ফের নাইট-কার্ফু শুরু পঞ্জাবে

ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য আন্তর্জাতিক আঙিনায় তুলে ধরবে, এমন একটি বিশালাকার সাংবিধানিক কক্ষও তৈরি করা হচ্ছে নতুন সংসদ ভবনে। সংসদ সদস্যদের বিশ্ৰাম নেওয়ার জন্য থাকবে একটি লাউঞ্জ, পড়াশোনার জন্য থাকবে লাইব্রেরি, খাবার জন্য ডাইনিং চত্বর, ও আলাদা আলাদা দলের বৈঠকের জন্য একাধিক কমিটি রুম। সংসদ সদস্যরা যাতে গাড়ি রাখতে পারেন তার জন্য বিশাল এলাকাজুড়ে পার্কিং স্পেসও তৈরি হচ্ছে। গত সেপ্টেম্বরে মাসেই নতুন সংসদ ভবন তৈরি করার চুক্তি পেয়েছে টাটা গোষ্ঠী। নয়া কলেবরের ভবন তৈরি করতে ৮৬১.৯০ কোটি টাকা খরচ করছে কেন্দ্রীয় সরকার।