ক্ষমতায় ফিরতে একুশের মডেলকেই হাতিয়ার তৃণমূলের, নেতাদের বার্তা অভিষেকের
ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে রাজনৈতিক দলগুলি রণকৌশল তৈরিতে ব্যস্ত। একদিকে, এসআইআর প্রক্রিয়া। তারই মধ্যে ছাব্বিশের নির্বাচন নিয়ে ঘুঁটি সাজাচ্ছে শাসক ও বিরোধীরা। এই আবহে শুক্রবার দলের প্রায় ৫ হাজার নেতার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের নির্বাচনে ফের ক্ষমতায় ফিরতে একুশের নির্বাচনের মডেলকেই হাতিয়ার করার কথা স্পষ্ট করে দিলেন। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তৃণমূলের 'উন্নয়নের সংলাপ' শুরু হবে। সকাল থেকে রাত পর্যন্ত ঠাসা কর্মসূচি, একেবারে গ্রাউন্ড জিরোয় গিয়ে জনসংযোগ। কর্মকর্তাদের বাড়িতেই খাওয়াদাওয়া-একেবারে বুথ লেভেল স্তরে জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে জোর দিচ্ছেন অভিষেক। উন্নয়নের গ্রাফচিত্র তুলে ধরে ৮০ হাজার বুথে ঘুরবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। একদিকে যখন এই কর্মসূচি চলবে, তখন সমান্তরালভাবে জেলায় জেলায় হবে মমতা-অভিষেকের সভাও।
ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে রাজনৈতিক দলগুলি রণকৌশল তৈরিতে ব্যস্ত। একদিকে, এসআইআর প্রক্রিয়া। তারই মধ্যে ছাব্বিশের নির্বাচন নিয়ে ঘুঁটি সাজাচ্ছে শাসক ও বিরোধীরা। এই আবহে শুক্রবার দলের প্রায় ৫ হাজার নেতার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের নির্বাচনে ফের ক্ষমতায় ফিরতে একুশের নির্বাচনের মডেলকেই হাতিয়ার করার কথা স্পষ্ট করে দিলেন। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তৃণমূলের ‘উন্নয়নের সংলাপ’ শুরু হবে। সকাল থেকে রাত পর্যন্ত ঠাসা কর্মসূচি, একেবারে গ্রাউন্ড জিরোয় গিয়ে জনসংযোগ। কর্মকর্তাদের বাড়িতেই খাওয়াদাওয়া-একেবারে বুথ লেভেল স্তরে জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে জোর দিচ্ছেন অভিষেক। উন্নয়নের গ্রাফচিত্র তুলে ধরে ৮০ হাজার বুথে ঘুরবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। একদিকে যখন এই কর্মসূচি চলবে, তখন সমান্তরালভাবে জেলায় জেলায় হবে মমতা-অভিষেকের সভাও।

