আজ থেকে শুরু হিয়ারিং, ডাক পড়লে কী কী নথি নিয়ে যাবেন?
SIR Hearing: এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। আজ ,শনিবার থেকে শুরু হল শুনানি। যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম পাওয়া যায়নি বা প্রজেনি ম্যাপিং হয়নি, তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। প্রথম ধাপে ৩২ লক্ষ ভোটারকে ডাকা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। আজ ,শনিবার থেকে শুরু হল শুনানি। যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম পাওয়া যায়নি বা প্রজেনি ম্যাপিং হয়নি, তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। প্রথম ধাপে ৩২ লক্ষ ভোটারকে ডাকা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এদের থেকে কমিশনের নির্দিষ্ট করে দেওয়া ১১টি নথির মধ্যে একটি দেখাতে হবে। সকাল ১১টা থেকে শুনানি শুরু হবে। ১ জানুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভায় সর্বাধিক আটটি কেন্দ্র থাকবে। শুনানি কেন্দ্রে তোলা হবে ভোটারের ছবি, নেওয়া হবে সই। এই সই ও ছবি আপলোড করা হবে পোর্টালে।
