সাগর খালের ধারে নোঙর নামাচ্ছে বিদেশি জাহাজ, মাছ ধরতে না পেরে বিপাকে কয়েকশো মৎস্যজীবী

স্থানীয় মৎস্যজীবীদের বক্তব্য, যদি জাহাজ ক্রমাগত ওই একই জায়গায় নোঙর নামাতে থাকে তাহলে কাজ হারিয়ে না খেতে পেয়ে মরতে হবে তাঁদের।

সাগর খালের ধারে নোঙর নামাচ্ছে বিদেশি জাহাজ, মাছ ধরতে না পেরে বিপাকে কয়েকশো মৎস্যজীবী
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Nov 22, 2020 | 10:03 AM

TV9 বাংলা ডিজিটাল: সত্যিই জলেই ওঁদের জীবন। সাগর খালই (Sagar Khal) তাঁদের রুটি রুজি। ভুটভুটি কিংবা নৌকায় গিয়ে সেখানে জাল পাতেন জম্বুদ্বীপ লাগোয়া মৎসজীবীরা। কিন্তু বন্ধ হয়েছে সে রাস্তা। যার ফলে জীবিকা নির্বাহে বেগ পেতে হচ্ছে স্থানীয় মৎস্যজীবীদের। গত কয়েক দিন ধরে তাদের সাগর খাল পার্শ্ববর্তী অঞ্চলে নোঙর নামাচ্ছে বিদেশি জাহাজ। সেখান থেকে কয়লা যাচ্ছে হলদিয়ায়। ফলে ছিঁড়ে যাচ্ছে মাছ ধরার জাল। আর্থিক অনটনে পড়ছেন তাঁরা।

আগে সাগর খাল থেকে দূরে নোঙর নামাত বিদেশি জাহাজ। কিন্তু সম্প্রতি সাগর খালের পাশাপাশি জায়গায় নোঙর নামানোয় মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা। বিদেশি জাহাজ থেকে কয়লা নামিয়ে হলদিয়া নিয়ে যাচ্ছে একাধিক পণ্যবাহী বার্জ। সম্পূর্ণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৎস্যজীবীরা। তাই ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের শরণাপন্ন হয়েছে মৎস্যজীবী ফোরাম।

কিন্তু জেলা প্রশাসনের কাছ থেকে কোনও সদুত্তর মেলেনি। তাই চিন্তায় কয়েকশো মৎস্যজীবী পরিবার। যাতে ওই অঞ্চলে কোনও বিদেশি জাহাজ নোঙর করতে না পারে তার জন্য কেন্দ্র-রাজ্য দুই সরকার ও কলকাতা পোর্ট ট্রাস্টের কাছে আবেদন জানানোর কথা ভাবছে মৎস্যজীবীদের ফোরাম। মাছ ধরা ছাড়াও মাছ বাছাইয়ের সঙ্গে যুক্ত একাধিক কর্মচারী। মাছ জালে না ওঠায় কর্মহীন হয়ে পড়েছেন তাঁরাও।

আরও পড়ুন: পরিবর্তন হচ্ছে ভোটগ্রহণ কেন্দ্র! ভাড়া বাড়িতে থাকা সরকারি দফতরে হবে না বুথ

বিগত কয়েক দিন ধরে সেখানে লাইবেরিয়ার একটি পণ্যবাহী জাহাজ এসে দাঁড়াচ্ছে। তাই এই কদিন জালে ওঠেনি মাছ। স্থানীয় মৎস্যজীবীদের বক্তব্য, যদি জাহাজ ক্রমাগত ওই একই জায়গায় নোঙর নামাতে থাকে তাহলে কাজ হারিয়ে না খেতে পেয়ে মরতে হবে তাঁদের।