Bengal Tablo in Republic Day: ব্রাত্য বাংলা! দিল্লির প্রজাতন্ত্র দিবসে বাতিল মনীষীদের ট্যাবলো
Republic Day 2026: বলে রাখা প্রয়োজন, নানা রাজ্য তাদের রুচি-সংস্কৃতির আদলে প্রজাতন্ত্র দিবসের ট্য়াবলো সাজালেও মূল থিম নির্দিষ্ট করে প্রতিরক্ষা মন্ত্রক। এবারও রাজ্যের ট্যাবলো থিম নিয়ে তিন দফায় বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

কলকাতা: আবারও মিলল না অনুমোদন। ছাব্বিশের প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে দেখা মিলবে না বাংলার ট্য়াবলোর। কিন্তু কেন? কোন যুক্তি তে ট্য়াবলো নামানোর অনুমোদন পেল না বাংলা?
তৃণমূল সূত্রে খবর, আগামী বছর প্রজাতন্ত্র দিবসের প্য়ারেডে বাংলার প্রতিনিধি হিসাবে ‘মনীষীদের নিয়ে তৈরি’ একটি ট্যাবলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকাকে সর্বভারতীয় মঞ্চে তুলে ধরতে বিপ্লবী ও মনীষীদের ছবি দিয়ে সাজানো হয়েছিল বাংলার সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো। কিন্তু তাতে অনুমোদন দিল না মোদী সরকার।
বলে রাখা প্রয়োজন, নানা রাজ্য তাদের রুচি-সংস্কৃতির আদলে প্রজাতন্ত্র দিবসের ট্য়াবলো সাজালেও মূল থিম নির্দিষ্ট করে প্রতিরক্ষা মন্ত্রক। এবারও রাজ্যের ট্যাবলো থিম নিয়ে তিন দফায় বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। তৃণমূলের দাবি, সেই বৈঠকেরও পরে সাফল্য মেলেনি। বাতিল হয়েছে বাংলার ভাবনা।
এদিন তৃণমূল সাংসদ মালা রায় বলেন, ‘মনীষীদের প্রতি মুহূর্তে অপমান। দাদা বলে সম্বোধন। আজ সেই মনীষীদের নিয়ে ট্যাবলোটাও বাতিল করে দিল। কেন্দ্র মনীষীদের নামে ট্যাবলো করাতে চায়, এদিকে বাংলার মনীষীদের ট্যাবলো বাতিল হয়ে গেল। বাংলার এই অসম্মান আগে কখনওই হয়নি। বিজেপি এটা শুরু করেছে।’ এই প্রসঙ্গে এখনও বিজেপির তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এটা প্রথম নয়। গতবছরও অনুমোদন পায়নি বাংলার ট্যাবলো। সেই একই ছবি বজায় রইল আসন্ন বছরেও। এছাড়াও ২০২০ এবং ২০২২ সালেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলো বাতিল করে দিয়েছিল কেন্দ্র। বরাবরই এই বিশেষ দিনে বাংলাকে ‘ব্রাত্য করার’ নেপথ্যে ‘বৈষম্য়ের রাজনীতি’ রয়েছে বলেই অভিযোগ তৃণমূলের। এবারও আক্রমণ বজায় থাকল ওই অভিসন্ধিকে সামনে রেখেই।
