Humayun Kabir: বালিগঞ্জে নিশাকে সরিয়ে পরিবারের লোককে প্রার্থী করলেন হুমায়ুন
Humayun Kabir New Candidate: এই আবুল হাসান চৌধুরীর পূর্বে কোনও দিন রাজনীতির সঙ্গে যোগ ছিল না। বুধবার সেই কথা নিজেই জানিয়েছেন হুমায়ুন। তাঁর দাবি, 'উনি রাজনীতির লোক নন। সবাই কি রাজনীতির লোক নাকি। রাজনীতি না হয় আমরা করব।' প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই আবুল হাসানের মুখে সম্প্রীতির বার্তা।

মুর্শিদাবাদ: হুমায়ুনের দলের একমাত্র ‘ব্রাহ্মণ’ সন্তান। কিন্তু স্থায়ী হল না ২৪ ঘণ্টাও। রাতারাতি ‘ডানা ছাঁটাই’ করে দিলেন ভরতপুরের বিধায়ক। বালিগঞ্জের জন্য খুঁজে আনলেন নতুন মুখ। নিশা চট্টোপাধ্যায় নয়, এবার ভোটের আগেই বালিগঞ্জে হুমায়ুনের দলের ঘোষিত প্রার্থী আবুল হাসান চৌধুরী।
জানা গিয়েছে, হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টির এই নয়া সদস্য এক সময় কলকাতা পুলিশের কোনও এক আধিকারিক পদে চাকরি করতেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, ‘উনি আমার মামা হয়। কলকাতা পুলিশের অফিসার হিসাবে অবসর গ্রহণ করেছেন। আপাতত ওনাকেই বালিগঞ্জের প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছি।’
এই আবুল হাসান চৌধুরীর পূর্বে কোনও দিন রাজনীতির সঙ্গে যোগ ছিল না। বুধবার সেই কথা নিজেই জানিয়েছেন হুমায়ুন। তাঁর দাবি, ‘উনি রাজনীতির লোক নন। সবাই কি রাজনীতির লোক নাকি। রাজনীতি না হয় আমরা করব।’ প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই আবুল হাসানের মুখে সম্প্রীতির বার্তা। তিনি বললেন, ‘আমি যদি হিন্দু, মুসলিম, শিখ, জৈন — সবাইকে এক নজরে দেখতে পারি, তবেই আমি প্রার্থী হব। এখন সিদ্ধান্ত পাকা নয়।’
কেন বাদ পড়লেন নিশা?
বারে গিয়ে নাচ-গানা, ‘ড্রিংকস করা’ নিশার বিরুদ্ধে একাধিক অভিযোগ তৃণমূলের। তাতেই অস্বস্তি বেড়েছে হুমায়ুনের। নিশার বালিগঞ্জ স্বপ্ন-ভঙ্গের পর হুমায়ুন বলেছিলেন, ‘জানতাম উনি একজন সেলিব্রিটি। ওঁর যে বারে গিয়ে ড্রিংকস করার ছবি সামনে এসেছে, তাতে ব্যক্তিগত জীবন, চলাফেরা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। আমি এসব জানতাম না। ব্রাহ্মণের মেয়ে বলে প্রার্থী করেছিলাম। ২৪ ঘণ্টার মধ্যে পাল্টে দিয়েছি।’ অন্যদিকে নিশার দাবি, ব্রাহ্মণের মেয়ে বলেই সমস্যা। স্বপ্ন-ভঙ্গ হতেই সাংবাদিক বৈঠক করে নিশা অভিযোগ তোলেন, ‘হুমায়ুন চাচা একবার বলেন এটা করব, একবার বলেন ওটা করব। কিছু ঠিক করতে পারেন না। আমি হিন্দু-ব্রাহ্মণ ঘরের মেয়ে বলেই বাদ দিয়েছে।’
