OYO Rooms: হাতে আর দু’দিন! জলদি যান OYO Room-এ, বিনামূল্যেই দেবে থাকতে

OYO Rooms: চ্যাম্পিয়নস ট্রফি জেতা ও হোলির পবিত্র আবহেই মানুষকে একটু ঘরের চার দেওয়াল থেকে বের করতেই এই অফার দিচ্ছে তারা, দাবি সংস্থার কর্ণধারের।

OYO Rooms: হাতে আর দুদিন! জলদি যান OYO Room-এ, বিনামূল্যেই দেবে থাকতে
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Mar 16, 2025 | 8:31 PM

কলকাতা: সময় ফুরিয়ে এল বলেই। জলদি চলে যান OYO-তে। কারণ, এবার বিনামূল্যেই রুম দিচ্ছে তারা। গ্রাহকদের জন্য বাম্পার অফার আনল এই হোটেল সংস্থা।

জানা গিয়েছে, পাঁচ দিন পর্যন্ত চলবে OYO-এর এই বাম্পার অফার। যার সাহায্যে বিনামূল্যেই হোটেলে থাকতে পারবেন গ্রাহকরা। এই প্রসঙ্গে সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেল, সাবেক টুইটারে একটি পোস্টও করেছেন সংস্থার কর্ণধার রিতেশ আগরওয়াল।

কী লিখেছেন তিনি?

তিনি জানিয়েছেন, ‘এই উইকেন্ডকে একটু বিশেষ করে তুলতে, আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে আর কিছু স্মৃতি তৈরি করতে একটু ঘুরতে যান। বেড়ানোর থেকে বড় উপলব্ধি আর কিছুতেই নেই। আর আপনার এই বেড়ানোর সঙ্গী হবে OYO। তাও আবার বিনামূল্যে।’

তাঁর সংযোজন, ‘মার্চ মাসের ১৩ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলবে এই অফার। দেশের হাজারটি OYO-এর আওতায় থাকা হোটেল রুমে মিলবে এই বিনামূল্যে থাকার সুবিধা।’

কিন্তু হঠাৎ কেন এত বড় ছাড় দিয়ে দিল তারা? নিজের সেই পোস্টেই এই বাম্পার অফার দেওয়ার কারণটা বাতলে দিয়েছেন তিনি। মূলত, ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জেতা ও হোলির পবিত্র আবহেই মানুষকে একটু ঘরের চার দেওয়াল থেকে বের করতেই এই অফার দিচ্ছে তারা, দাবি সংস্থার কর্ণধারের।