হুবহু আরাধ্যার মত দেখতে কে এই রহস্যময়ী? পরিচয় জানলে চোখ ভিজবেই

May 24, 2024 | 10:00 PM

কিছু দিন আগেই মা ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন আরাধ্যা। সেখানে মায়ের পাশে সব সময় দেখা গিয়েছিল তাকে। ঐশ্বর্যার হাত ভেঙে গিয়েছিল। মাকে যথাসাধ্য আগলে রাখতেও দেখা গিয়েছিল তাকে।

হুবহু আরাধ্যার মত দেখতে কে এই রহস্যময়ী? পরিচয় জানলে চোখ ভিজবেই

Follow Us

আরাধ্যা বচ্চন– বচ্চন পরিবারের চোখের মণি সে। বয়স বারো। ইতিমধ্যেই স্টারডমে টেক্কা দেবে টলিপাড়ার তাবড়। সেই আরাধ্যার সঙ্গে এবার এক রহস্যময়ী মিল খুঁজে পেয়ে হতবাক নেটপাড়া। হুবহু একরকম? কে এই রহস্যময়ী। পরিচয় সামনে আসার পরেই নেটিজেনদের চোখের জল। একজোটে তাঁরা বলছেন, “না, এমনটা তো হওয়ার ছিল না”। কে এই মেয়ে?

যার সঙ্গে আরাধ্যার মিল খুঁজে পেয়ে মাতামাতি করছেন সকলে তাঁর নাম সৌন্দর্য। পেশায় তিনিও ছিলেন অভিনেত্রী। বহু তামিল তেলুগু ছবি তো বটেই তা ছাড়া কাজ করেছিলেন খোদ অমিতাভ বচ্চনের সঙ্গে। তবে এই সুন্দরী রমণীর আয়ু খুব বেশিদিনের জন্য বরাদ্দ ছিল না পৃথিবীতে। আজ তিনি অতীত। সালটা ২০০৪। তখন সৌন্দর্যের মাত্র ২৪ বছর বয়স। ভাইয়ের সঙ্গে অমরনাথ যাচ্ছিলেন তিনি। মাঝ আকাসে প্লেন ভেঙে পড়ে মারা যান তিনি। খুব তাড়াতাড়ি ঝরে যায় ফুল। সেই আরাধ্যারই সাম্প্রতিক লুক দেখে সকলে বলছেন সৌন্দর্য যেন ফিরে এসেছেন। আরাধ্যার সব অভিব্যক্তিই তাঁর মতো।

কিছু দিন আগেই মা ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন আরাধ্যা। সেখানে মায়ের পাশে সব সময় দেখা গিয়েছিল তাকে। ঐশ্বর্যার হাত ভেঙে গিয়েছিল। মাকে যথাসাধ্য আগলে রাখতেও দেখা গিয়েছিল তাকে। আরাধ্যার এই সু মনোভাবের কারণে সামাজিক মাধ্যমে বেশ প্রশংসাও কুড়িয়েছিল আরাধ্যা।

Next Article