খুন অমিতাভের সহ অভিনেতা প্রিয়াংশু! উদ্ধার অর্ধনগ্ন দেহ

মঙ্গলবার মাঝরাতে নাগপুরে এক পরিত্যক্ত বাড়িতে মদ্যপান করতে গিয়েছিলেন প্রিয়াংশু ও তাঁর এই বন্ধু। তখনই দু’জনের মধ্যে বচসা বাধে। প্রথমে নাকি তিনিই বেশ কয়েক বার হুমকি দিয়েছিলেন। তার পরে তাঁকে তার দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান ধ্রুব।

খুন অমিতাভের সহ অভিনেতা প্রিয়াংশু! উদ্ধার অর্ধনগ্ন দেহ

|

Oct 08, 2025 | 8:42 PM

উদ্ধার হল বলিউড অভিনেতা প্রিয়াংশু ওরফে বাবু রবি সিং ছেত্রীর অর্ধনগ্ন দেহ। পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বন্ধুর হাতে খুন হয়েছেন প্রিয়াংশু।

সূত্রের খবর, মদ্যপ অবস্থায় বন্ধুর সঙ্গে বচসা শুরু হয়েছিল প্রিয়াংশুর। তারপর সেই বচসা পৌঁছয় হাতাহাতিতে। আর তা থেকেই মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। বুধবার ঘটনাটি ঘটেছে নাগপুরে।

সূত্রের খবর অনুযায়ী, অভিনেতা অভিযুক্ত বন্ধুর নাম ধ্রুবলাল বাহাদুর সাহু। যাঁর বয়স ২০। ইতিমধ্যেই মুম্বই পুলিশ ধ্রুবলালকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, প্রিয়াংশু ও অভিযুক্ত পরস্পরের খুব ভাল বন্ধু ছিলেন।

খবর অনুযায়ী, মঙ্গলবার মাঝরাতে নাগপুরে এক পরিত্যক্ত বাড়িতে মদ্যপান করতে গিয়েছিলেন প্রিয়াংশু ও তাঁর এই বন্ধু। তখনই দু’জনের মধ্যে বচসা বাধে। প্রথমে নাকি তিনিই বেশ কয়েক বার হুমকি দিয়েছিলেন। তার পরে তাঁকে তার দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান ধ্রুব। বুধবার অর্ধনগ্ন অবস্থায় প্রিয়াংশুকে উদ্ধার করেন স্থানীয় মানুষরা। তখনও বেঁচেছিলেন তিনি। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করা হয়।

পরিচালক নাগরাজ মনজুলের ঝুন্ড ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রিয়াংশুকে। প্রিয়াংশুর অভিনয় প্রশংসিতও হয়েছিল। প্রথম থেকেই লোকাল থিয়েটারে কাজ করতেন প্রিয়াংশু। সেখান থকেই পান বড় পর্দার সুযোগ। ঝুন্ড ছবির গল্প গড়ে উঠেছিল পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ফুটবল তৈরি টিম গঠনের। নাগপুরের সমাজকর্মী বিজয় বার্সের জীবনী নিয়েই তৈরি হয়েছিল এই ছবি।