ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে সোনু সুদের স্ত্রী! খবর পেয়েই ছুটে গেলেন অভিনেতা, এরপর যা দেখলেন তা ভয়ানক

আকাশ মিশ্র |

Mar 25, 2025 | 4:20 PM

ভয়ানক গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেতা ও অনুরাগীদের মসিহা সোনু সুদের স্ত্রী সোনালি সুদ। মুম্বই-নাগপুর হাইওয়েতে দুর্ঘটনার মুখে পড়ে দুমড়ে মুচড়ে গেল সোনালির গাড়ি।

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে সোনু সুদের স্ত্রী! খবর পেয়েই ছুটে গেলেন অভিনেতা, এরপর যা দেখলেন তা ভয়ানক
Image Credit source: Social Media

Follow Us

ভয়ানক গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেতা ও অনুরাগীদের মসিহা সোনু সুদের স্ত্রী সোনালি সুদ। মুম্বই-নাগপুর হাইওয়েতে দুর্ঘটনার মুখে পড়ে দুমড়ে মুচড়ে গেল সোনালির গাড়ি। স্ত্রীর দুর্ঘটনার খবর পেয়েই, দুর্ঘটনাস্থলে দ্রুত চলে যান সোনু। সেখানে পৌঁছে গাড়ির অবস্থার দেখে রীতিমতো ভয়ে কেঁপে ওঠেন। তবে তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রীর শরীরে সামান্য আঘাত লেগেছে। তবে প্রথমে গাড়ির অবস্থা দেখে ভয়ই পেয়েছিলেন। তাঁর স্ত্রী যে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন, তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। সঙ্গে অনুরাগীদের গাড়ি চালানোর বিষয়ে সচেতনও করেছেন।

জানা গিয়েছে, ২৪ তারিখ রাতে মুম্বই-নাগপুর হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন সোনালি সুদ। সঙ্গে ছিলেন তাঁর ভাগ্নে ও বোন। গাড়িটি চালাচ্ছিলেন তাঁর ভাগ্নেই। হঠাৎই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর এরফলেই দুর্ঘটনা। তিনজনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। আগামী ৪৮ ঘণ্টা চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন সোনালিসহ তাঁর বোন ও ভাগ্নে।