ছবি হিট হতেই বড় জালিয়াতিতে নাম জড়াল সানির! কোটি কোটি টাকা লোপাট

May 31, 2024 | 6:19 PM

Sunny Deol Controversy: সানিকে নিয়ে এতটাই বাজার গরম, ঠিক সেই সময় সামনে এল আর্থিক প্রতারণার খবর। তিনি নাকি ছবি করার নাম করে ২.৫ কোটি টাকা নিয়েছেন। কিন্তু ছবির কাজ শুরু করছেন না।

ছবি হিট হতেই বড় জালিয়াতিতে নাম জড়াল সানির! কোটি কোটি টাকা লোপাট

Follow Us

সানি দেওল। একের পর এক ছবি একটা সময় যাঁর হিট ছিল, তিনিই যেন কোথায় হারিয়ে গেলেন রাতারাতি। একটা দীর্ঘ সময় ধরে তাঁকে পাওয়া গেল না। তারপর সবটাই যেন পাল্টে দিয়ে যায় গদর ২ ছবি। যেখানে আবারও কামব্যাক করেন সানি দেওল। রাতারাতি ছবি হিট। সকলের মনে ঝড় তুলে তিনি প্রমাণ করেন, আজও তিনি হারিয়ে যাননি। রাতারাতি সিনেপাড়া যেন নতুন করে আবিষ্কার করেন তাঁকে। বেড়ে যায় পারিশ্রমিক। অনেকেই তাঁর কাছে পৌঁছতে চাইছেন ছবির স্ক্রিপ্ট নিয়ে। যেখানে সানিকে নিয়ে এতটাই বাজার গরম, ঠিক সেই সময় সামনে এল আর্থিক প্রতারণার খবর। তিনি নাকি ছবি করার নাম করে ২.৫ কোটি টাকা নিয়েছেন। কিন্তু ছবির কাজ শুরু করছেন না।

সৌরভ গুপ্ত, যিনি রিয়েল এস্টেটের মালিক, তিনিই নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন। নাম সানডাউন এন্টারটেইনমেন্ট প্রাভেট লিমিটেড। তাঁদের পক্ষ থেকেই ২০১৬ সালে একটি স্ক্রিপ্ট নিয়ে সানির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি প্রাথমিকভাবে ছবি করতে রাজিও হয়েছিলেন। অগ্রীম বাবদ তিনি নিয়েছিলেন মোট ১ কোটি টাকাও। তবে ছবির কাজ শুরু হয়নি। তিনি ছবির জন্য মোট ৪ কোটি টাকা নেবেন বলেছিলেন। এরপর ছবির কাজ শুরু করার কথা বললে তিনি আরও এক কোটি টাকা অগ্রীম চেয়ে নেন। তাও দিয়ে দেওয়া হয়। কাজ তখনও শুরু হয় না।

সৌরভের কথায়, এরপর সানি বেশ কিছু শর্ত চাপিয়ে দেন। বলেন তাঁর পারিশ্রমিক বেড়ে গিয়েছে। তিনি ৪ কোটির বদলে ২ কোটি টাকা বাড়তি নেবেন। যা ছবির আয়ের অংশ। তাতেও সকলে রাজি হয় যায়। এটি একটি যৌথ প্রযোজনা সংস্থার ছবি। যেখানে ছবির বাজেট ছিল ৪০ কোটি টাকার কাছাকাছি। পরবর্তীতে সানি ছবির পরিচালক বদলের দাবি রাখেন। তা যদিও মেনে নেওয়া সম্ভবপর হয়নি। কারণ ততক্ষণ বহু টাকা ব্যয় হয়ে গিয়েছিল। মোটের ওপর ২৫ কোটি টাকা। পরবর্তীতে যদিও সানি রাজি হয়ে যান। ও জানান, তাঁকে যেন আরও ৫০ লাখ দেওয়া হয়, কারণ ছেলের বিয়ে রয়েছে সামনে। তেমনটাই করা হয়। সানি জানিয়েছিলেন তিনি নতুন এগ্রিমেন্টের কাগজ তৈরি করে পাঠিয়ে দেবেন। কিন্তু যখন নতুন কাগজ সামনে আসে, তখন দেখা যায় সেখানে ৪ ও ২ কোটি, মানে মোট ৬ কোটির বদলে লেখা রয়েছে ৮ কোটি টাকা, এবং ছবির আয়ের অতিরিক্ত ২ কোটি টাকা। বিষয়টা লক্ষ্য় করেই সবটা সামনে আনার সিদ্ধান্ত নেওয়া হয় প্রযোজনা সংস্থা থেকে। যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি সানি দেওল।

Next Article