অত্যাধুনিক প্রযুক্তি, ঝাঁ চকচকে আসবাব, নতুন ফ্ল্যাট কেমন সাজালেন সৌরভ-দর্শনা?

Jan 08, 2024 | 7:17 PM

'স্বপ্নের বাড়ি' কিনেছেন সৌরভ দাস ও দর্শনা বণিক। কলকাতার বুকে সেই ফ্ল্যাটকে সাজিয়েছেন নিজেদের মতো করে। কেমন সে ফ্ল্যাট? ঘুরে দেখুন সৌরভ-দর্শনার ফ্ল্যাটের অন্দরমহল।

1 / 8
'স্বপ্নের বাড়ি' কিনেছেন সৌরভ দাস ও দর্শনা বণিক। কলকাতার বুকে সেই ফ্ল্যাটকে সাজিয়েছেন নিজেদের মতো করে। কেমন সে ফ্ল্যাট? ঘুরে দেখুন সৌরভ-দর্শনার ফ্ল্যাটের অন্দরমহল।

'স্বপ্নের বাড়ি' কিনেছেন সৌরভ দাস ও দর্শনা বণিক। কলকাতার বুকে সেই ফ্ল্যাটকে সাজিয়েছেন নিজেদের মতো করে। কেমন সে ফ্ল্যাট? ঘুরে দেখুন সৌরভ-দর্শনার ফ্ল্যাটের অন্দরমহল।

2 / 8
সৌরভ দর্শনার ফ্ল্যাটের নাম 'প্রথমা'। ষষ্ঠ তলায় সেই ফ্ল্যাটের অবস্থান। বিয়ের পর বউকে নিয়ে সেখানেই উঠেছেন সৌরভ।

সৌরভ দর্শনার ফ্ল্যাটের নাম 'প্রথমা'। ষষ্ঠ তলায় সেই ফ্ল্যাটের অবস্থান। বিয়ের পর বউকে নিয়ে সেখানেই উঠেছেন সৌরভ।

3 / 8
বসবার ঘরেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বেশি রঙের বাহার তাঁদের পছন্দ নয়। তাই ঘরের রঙ হালকা। তবে তাতে রয়েছে সবুজের ছোঁয়া।

বসবার ঘরেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বেশি রঙের বাহার তাঁদের পছন্দ নয়। তাই ঘরের রঙ হালকা। তবে তাতে রয়েছে সবুজের ছোঁয়া।

4 / 8
স্বামী-স্ত্রী যখন দুইজনই অভিনেত্রী তখন তাঁদের প্রাপ্তি ঝুলিও কিছু কম নয়। তাই পুরস্কার রাখার জন্যও রয়েছে আলাদা এক জায়গা।

স্বামী-স্ত্রী যখন দুইজনই অভিনেত্রী তখন তাঁদের প্রাপ্তি ঝুলিও কিছু কম নয়। তাই পুরস্কার রাখার জন্যও রয়েছে আলাদা এক জায়গা।

5 / 8
বসবার ঘরের রঙও বেশ হালকা। ওই সোফায় বসেই ইদানিং রিলস বানাতে দেখা যায় দর্শনাকে।

বসবার ঘরের রঙও বেশ হালকা। ওই সোফায় বসেই ইদানিং রিলস বানাতে দেখা যায় দর্শনাকে।

6 / 8
রয়েছে মডিউলার কিচেনও। অত্যাধুনিক যাবতীয় সুযোগ সুবিধে রয়েছে তাঁদের এই নতুন ফ্ল্যাটে।

রয়েছে মডিউলার কিচেনও। অত্যাধুনিক যাবতীয় সুযোগ সুবিধে রয়েছে তাঁদের এই নতুন ফ্ল্যাটে।

7 / 8
 গত মাসে বিয়ে করেছেন সৌরভ দর্শনা। বেশিদিনের সম্পর্ক নয় তাঁদের। তাই বিয়ের পর কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।

গত মাসে বিয়ে করেছেন সৌরভ দর্শনা। বেশিদিনের সম্পর্ক নয় তাঁদের। তাই বিয়ের পর কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।

8 / 8
যদিও সেই সব অতীত। দু'জনে ভাল আছেন তাঁরা, আছেন ভালবাসায়। খুব শীঘ্রই একসঙ্গে ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে তাঁদের।

যদিও সেই সব অতীত। দু'জনে ভাল আছেন তাঁরা, আছেন ভালবাসায়। খুব শীঘ্রই একসঙ্গে ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে তাঁদের।

Next Photo Gallery