অক্ষয়-টুইঙ্কলের পুত্র আরভ কি সমকামী! রাত-পার্টিতে পুরুষসঙ্গীকে চুমু খেয়েই বিপাকে তারকা সন্তান

Sneha Sengupta |

May 22, 2024 | 8:00 AM

Akshay Kumar: আরভকে সমকামী ভেবে নেওয়ার কারণও আছে। এর নেপথ্যে রয়েছে এক রাতের ভিডিয়ো। এমনিতে নিজের মতোই থাকেন আরভ। বাবা অক্ষয় কুমারের মতো পার্টি করার নেশা তাঁর এক্কেবারেই নেই। তবে কালে ভদ্রে যেতে হয় বন্ধুদের জোরাজুরিতে। সেরকমই এক বলিউডের রাত-পার্টিতে গিয়েছিলেন আরভ। সেখানে গিয়ে এক পুরুষকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন তিনি।

অক্ষয়-টুইঙ্কলের পুত্র আরভ কি সমকামী! রাত-পার্টিতে পুরুষসঙ্গীকে চুমু খেয়েই বিপাকে তারকা সন্তান
অক্ষয় কুমার, আরভ কুমার...

Follow Us

আরভ কুমার। বলিউড সুপারস্টার অক্ষয় কুমার এবং লেখিকা (একদা অভিনেত্রী) টুইঙ্কল খান্নার সুপুত্র। বিদেশে লেখাপড়া করছেন আরভ। তাঁর বোন নিতারার সঙ্গেই অধিকাংশ সময় পাপারাৎজ়িদের ক্যামেরার সামনে ধরা দিয়েছেন এই তারকা সন্তান। খুবই মিষ্টি চেহারা আরভের। ভারতীয়দের মতো তাঁকে দেখতে না মোটেই। আরভের বিষয়ে রটনা, তিনি নাকি সমকামী। তা নিয়ে কি কোনও কথা বলতে শোনা গিয়েছে অক্ষয়-টুইঙ্কলকে?

আরভকে সমকামী ভেবে নেওয়ার কারণও আছে। এর নেপথ্যে রয়েছে এক রাতের ভিডিয়ো। এমনিতে নিজের মতোই থাকেন আরভ। বাবা অক্ষয় কুমারের মতো পার্টি করার নেশা তাঁর এক্কেবারেই নেই। তবে কালে ভদ্রে যেতে হয় বন্ধুদের জোরাজুরিতে। সেরকমই এক বলিউডের রাত-পার্টিতে গিয়েছিলেন আরভ। সেখানে গিয়ে এক পুরুষকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন তিনি। সেই মুহূর্তটি ক্যামেরা বন্দি হওয়ার পর নেট-মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অক্ষয়ের পুত্রকে অনেকেই সমকামীর তকমা দিয়েছেন। তবে রাত-পার্টির ওই ছবিতে ব্যক্তি আরভই কি না, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন অনেকে। যদিও অধিকাংশেরই মত, ব্যক্তি আরভই! এই ঘটনাটি ঘটার পর অনেকেই অক্ষয় কিংবা টুইঙ্কলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু পুত্রের সেক্সচুয়ালিটি নিয়ে একটি বাক্যও ব্য়য় করেননি দু’জনের কেউই।

বলিউড তারকা সন্তানদের মতো লাইমলাইটে থাকেন না আরভ। অধিকাংশ সময় বিদেশেই থাকেন এই কটা চোখের স্টার কিড। তবে যতবারই ক্যামেরার সামনে তিনি এসেছেন, তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে। আরভের অ্যাক্সেসারিজ় পরা নিয়েও লোকের মনে সংশয়–গে রা এমনভাবে গয়না পরে!

Next Article