Kareena Kapoor Khan: শাহিদকে কেন ছাড়লেন করিনা? অবশেষে মুখ খুললেন সইফ ঘরনি

Kareena on Breakup with shahid Kapoor: বিশেষ করে, করিনা ও শাহিদের চুমুর ভিডিও ভাইরাল হতেই তাঁদের প্রেম যেন আরও প্রকট হয়ে উঠল। কিন্তু হঠাৎই অঘটন। রাতারাতি করিনা ছেড়ে দিলেন শাহিদকে। তখন সবে দুজনে শুরু করেছেন, 'জব উই মেট' ছবির শুটিং।

Kareena Kapoor Khan: শাহিদকে কেন ছাড়লেন করিনা? অবশেষে মুখ খুললেন সইফ ঘরনি

|

Aug 27, 2025 | 6:36 PM

লোকে প্রায় ধরেই নিয়েছিলেন যে শাহিদ কাপুরকেই বিয়ে করবেন করিনা কাপুর। যেভাবে তাঁদের প্রেমগুঞ্জন ছড়িয়ে পড়েছিল গোটা বলিউডে, তা শুনে করিনা ও শাহিদের পরিবারও এই বিয়ে নিয়ে মোটামুটি ভাবতে শুরু করেছিলেন। বিশেষ করে, করিনা ও শাহিদের চুমুর ভিডিও ভাইরাল হতেই তাঁদের প্রেম যেন আরও প্রকট হয়ে উঠল। কিন্তু হঠাৎই অঘটন। রাতারাতি করিনা ছেড়ে দিলেন শাহিদকে। তখন সবে দুজনে শুরু করেছেন, ‘জব উই মেট’ ছবির শুটিং। আর তার মাঝেই এই ব্রেকআপ কাণ্ড! কিন্তু এই ব্রেকআপের খবর সবাই জানলেও, এর নেপথ্যের কারণটা অজানা ছিল বহুদিন। তবে সম্প্রতি করিনাই এক সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন, এই শাহিদের সঙ্গে ব্রেকআপ করার কারণ।

সইফের সঙ্গে বিয়ে হওয়ার পর পরই, শাহিদের সঙ্গে প্রেম প্রসঙ্গে করিনা জানিয়ে ছিলেন, তিনি অতীত নিয়ে কথা বলতে চান না। বিশেষ করে শাহিদ নিয়েই তো একেবারেই নয়। করিনার এমন উক্তিতেই জল্পনা শুরু হয়। নিন্দুকদের মুখে নানান প্রশ্ন, কী এমন হয়েছে, যে করিনা এই বিষয়ে মুখ খুলছেন না।

শেষমেশ সম্প্রতি নিজেই স্পষ্ট করলেন, করিনা জানালেন, শাহিদ বন্ধু হিসেবে ভালো। কিন্তু ওর ইগো বড্ড বেশি। যা কিনা সমস্যা সৃষ্টি করেছিল। তবে শাহিদের এখন অনেক পরিবর্তন হয়েছে। ওরা ভালো থাকুক, সুখে থাকুক।