অর্জুন সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই কার সঙ্গে বিদেশের সৈকতে ধরা দিলেন মালাইকা?

Jun 09, 2024 | 5:26 PM

Bollywood Gossip: এরপর থেকেই আর একসঙ্গে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। ফলে বিচ্ছেদ জল্পনাই যেন দিনদিন সত্যি প্রমাণিত হচ্ছে। যদিও তাঁদের একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে যে ঠিক কোন ইঙ্গিত থাকছে, তা এখনও স্পষ্ট নয়।

অর্জুন সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই কার সঙ্গে বিদেশের সৈকতে ধরা দিলেন মালাইকা?

Follow Us

তুখোড় প্রেম ছিল তাঁদের। একসঙ্গে লিভইনে ছিলেন পাঁচ-পাঁচটা বছর। সেই প্রেমেরই এবার ইতি। তাঁদের ঘনিষ্ঠ মহল দাবি করেছেন এমনটাই। গুঞ্জন চলছিল বহুদিন ধরেই। কিছুদিন আগেই মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কের সত্যি হয়েছিল ফাঁস। ‘পিঙ্কভিলা’ সংবাদমাধ্যম দাবি করেছিল আলাদা হয়েছেন তাঁরা। অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ সূত্রের কথায়, “ব্রেকআপ হয়ে গেলেও একে অন্যের মনে ওঁরা থেকে যাবেন। আর এই নিয়ে মুখও খুলতে চান না তাঁরা। তাঁদের এই বিচ্ছেদ নিয়ে কোনও চর্চা হোক, আলোচনা হোক এমনটাই চান না তাঁরা। সেই কারণে এ বিষয়ে মুখ খুলতে দেখা যাবে না তাঁদের।”

এরপর থেকেই আর একসঙ্গে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। ফলে বিচ্ছেদ জল্পনাই যেন দিনদিন সত্যি প্রমাণিত হচ্ছে। যদিও তাঁদের একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে যে ঠিক কোন ইঙ্গিত থাকছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এরই মাঝে বিচ্ছেদ জল্পনা বাড়িয়ে সামনে এল অন্যছবি। বিদেশের মাটিতে বিকিনি পরে ছুটির মেজাজে মালাইকা আরোরা। তাঁর গার্লস গ্যাং-এর সঙ্গে তিনি এখন সময় কাটাচ্ছেন সমুদ্র সৈকতে। একের পর এক ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় করলেন শেয়ার। তবে চোখে পড়ল না অর্জুন কাপুরের।

কেন হল বিচ্ছেদ? শোনা গিয়েছে, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেনি। তবে নিজেদেরকে স্পেস দিতে চাইছেন তাঁরা। এর আগে অর্জুন কাপুর ও কুশা কাপিলালে জড়িয়ে রটেছিল গসিপ। যদিও কুশা এই কথা মানতে চাননি। মালাইকা ও অর্জুনের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, তাঁরা দুজনেই এই মুহূর্তে রয়েছেন সিঙ্গল।

Next Article