বন্ধ দরজার আড়ালে পুরুষের সঙ্গে সঞ্জয়ের যৌনক্রীড়া! কেন সন্দেহ হয় মায়ের?

Oct 14, 2024 | 10:06 PM

Sanjay Dutt: নার্গিস প্রায়শই দেখতেন, ছেলে বন্ধু এলেই দরজা বন্ধ করে রাখেন সঞ্জয়। কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু দরজা খোলার নামমাত্র নেই ছেলের।

বন্ধ দরজার আড়ালে পুরুষের সঙ্গে সঞ্জয়ের যৌনক্রীড়া! কেন সন্দেহ হয় মায়ের?
কেন সন্দেহ হয় মায়ের?

Follow Us

প্রায় ৩৫০ জন মহিলার সঙ্গে এযাবৎ সহবাস করেছেন তিনি– নিজের আত্মজীবনীতে এমনটাই দাবি করেছিলেন সঞ্জয় দত্ত। বলিউড তো বটেই সমাজের বিভিন্ন পেশার নানা মহিলার সঙ্গে বারেবারে নাম জড়িয়েছে তাঁর। তবে জানেন কি মা নার্গিস সঞ্জয়ের যৌবনবেলায় ভাবতেন তিনি বুঝি পুরুষে আকৃষ্ট। ভাবতেন তাঁর ছেলে সমকামী! বন্ধ দরজার পিছনে নাকি পুরুষ সঙ্গীর সঙ্গে অবাধ যৌনাচার চালাচ্ছেন সঞ্জয়, এমনটাই মনে করতেন নার্গিস, কিন্তু কেন? সঞ্জয়ের আত্মজীবনীতে সে উত্তরই দিয়েছিলেন বোন প্রিয়া।

নার্গিস প্রায়শই দেখতেন, ছেলে বন্ধু এলেই দরজা বন্ধ করে রাখেন সঞ্জয়। কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু দরজা খোলার নামমাত্র নেই ছেলের। তাঁর মনে হয়েছিল, সঞ্জয় সমকামী নয় তো? তবে বন্ধ দরজার আড়ালে সঞ্জয় মেতে উঠতেন অন্য খেলায়। সে খেলায় যৌনতা নেই। আছে অন্য এক দুনিয়া, যে দুনিয়ার হাতছানি ভয়ঙ্কর। বন্ধ ঘরে পুরুষ বন্ধুর সঙ্গে চলত লাগাতার নেশা। ছিল মাদকের আখড়া। নার্গিসের কানেও আসত সে কথা। তবে ছেলের নামে এই সব কথা কিছুতেই যেন বিশ্বাস করতে চাইত না তাঁর মন। বারেবারে দাবি করতেন, সঞ্জয় এরকমটা নন।

সঞ্জয়ের প্রথম ছবি ‘রকি’ মুক্তি পাওয়ার ঠিক আগেই মারা যান নার্গিস। ছেলের সাফল্য এবং একইসঙ্গে জীবনের টানাপড়েনের সাক্ষী তিনি হতে পারেননি। সঞ্জয়ের জীবনও বর্ণময়। জীবনে নানা সময়ে এসেছে উত্থান পতন। তবে সে সব পেরিয়ে আজ তিনি নিজ জীবনে থিতু। ক্যানসারকেও জয় করেছেন তিনি। দুই ছেলেমেয়েকে নিয়ে এই মুহূর্তে সুখে সংসার করছেন তিনি।

 

Next Article