২০১৯ সালে মুক্তি পেয়েছিল বাবাইদা ও মেহুলের সেই অমোঘ প্রেমগাঁথা রাজ চক্রবর্তীর ছবি ‘পরিণীতা’। বক্স অফিসে সাফল্য তো বটেই মুখ্য চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীর কেমিস্টি যেন তাক লাগিয়ে দিয়েছিল তামাম জনগণকে। বহুদিন ধরেই কথা চলছিল। তবে সম্প্রতি জানা গিয়েছে পরিণীতাকেই সিরিজ আকারে এক প্রথম সারির ওয়েব প্ল্যাটফর্মে নিয়ে আসছেন রাজ। প্রশ্ন উঠছিল স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই কি মেহুল হিসেবে কাস্ট করবেন তিনি নাকি বেছে নেবেন হিন্দু দুনিয়া থেকে কোনও চেনামুখকে।
দিন কয়েক আগে এই শহরের বুকেই চুপিচুপি হয়েছেন ‘পরিণীতা’র শুটিং। হাজির ছিলেন রাজের নতুন ‘মেহুল’ও। না, শুভশ্রীকে মেহুল হিসেবে কাস্ট করেননি রাজ। তবে কাকে বেছে নিলেন তিনি? হিন্দিতে এই ভূমিকায় থাকছেন অদিতি পোহানকর। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী কিন্তু হিন্দি ওটিটি দুনিয়ায় বেশ পরিচিত মুখ। জনপ্রিয় হিন্দি সিরিজ ‘আশ্রম’-এ দেখা গিয়েছে তাঁকে।
প্রশ্ন উঠছে তাহলে ‘বাবাই’দার চরিত্রে কে থাকছেন? ওই ভূমিকায় দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। কিছু দিন আগেই গঙ্গাপারে হয়েছে সেই ছবির শুটিং। পুজো থেকেই শুরু হবে প্রধান কাজ। খলনায়কের চরিত্রে থাকছেন বলিউড অভিনেতা সুমিত ব্যস। বাংলা পরিনিতা সুপারহিট হয়েছিল। হিন্দি এই সিরিজের মধ্যে দিয়ে নিজের ট্রেন্ড বজায় রাখতে পারবেন রাজ? সে উত্তর দেবে সময়।
২০১৯ সালে মুক্তি পেয়েছিল বাবাইদা ও মেহুলের সেই অমোঘ প্রেমগাঁথা রাজ চক্রবর্তীর ছবি ‘পরিণীতা’। বক্স অফিসে সাফল্য তো বটেই মুখ্য চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীর কেমিস্টি যেন তাক লাগিয়ে দিয়েছিল তামাম জনগণকে। বহুদিন ধরেই কথা চলছিল। তবে সম্প্রতি জানা গিয়েছে পরিণীতাকেই সিরিজ আকারে এক প্রথম সারির ওয়েব প্ল্যাটফর্মে নিয়ে আসছেন রাজ। প্রশ্ন উঠছিল স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই কি মেহুল হিসেবে কাস্ট করবেন তিনি নাকি বেছে নেবেন হিন্দু দুনিয়া থেকে কোনও চেনামুখকে।
দিন কয়েক আগে এই শহরের বুকেই চুপিচুপি হয়েছেন ‘পরিণীতা’র শুটিং। হাজির ছিলেন রাজের নতুন ‘মেহুল’ও। না, শুভশ্রীকে মেহুল হিসেবে কাস্ট করেননি রাজ। তবে কাকে বেছে নিলেন তিনি? হিন্দিতে এই ভূমিকায় থাকছেন অদিতি পোহানকর। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী কিন্তু হিন্দি ওটিটি দুনিয়ায় বেশ পরিচিত মুখ। জনপ্রিয় হিন্দি সিরিজ ‘আশ্রম’-এ দেখা গিয়েছে তাঁকে।
প্রশ্ন উঠছে তাহলে ‘বাবাই’দার চরিত্রে কে থাকছেন? ওই ভূমিকায় দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। কিছু দিন আগেই গঙ্গাপারে হয়েছে সেই ছবির শুটিং। পুজো থেকেই শুরু হবে প্রধান কাজ। খলনায়কের চরিত্রে থাকছেন বলিউড অভিনেতা সুমিত ব্যস। বাংলা পরিনিতা সুপারহিট হয়েছিল। হিন্দি এই সিরিজের মধ্যে দিয়ে নিজের ট্রেন্ড বজায় রাখতে পারবেন রাজ? সে উত্তর দেবে সময়।