এই নায়িকার জন্যই বিয়ে করেননি আজও, মুখ ফসকে এ কী বললেন সলমন!

Salman Khan: ৬০ ছুঁতে আর বেশি দেরি নেই। তবু আজও বিয়ে করেননি সলমন খান। জীবনের এতগুলো বসন্ত পার করে দিয়েছেন। জীবনে এসেছে বহু প্রেম।

এই নায়িকার জন্যই বিয়ে করেননি আজও, মুখ ফসকে এ কী বললেন সলমন!
সলমন খান।

Sep 24, 2024 | 8:32 PM

৬০ ছুঁতে আর বেশি দেরি নেই। তবু আজও বিয়ে করেননি সলমন খান। জীবনের এতগুলো বসন্ত পার করে দিয়েছেন। জীবনে এসেছে বহু প্রেম। তবু বিয়ের পিঁড়ি অবধি পৌঁছয়নি কোনও সম্পর্ক। কেন? এই প্রশ্নেই যখন তোলপাড় বলিউড, তখনই বেফাঁস সলমন! বলে দিলেন, এক বলি নায়িকার জন্যই নাকি বিয়ে করেননি তিনি। কে তিনি? দীর্ঘ দিনের প্রেমিকা ঐশ্বর্যা রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ নাকি অন্য কেউ? পড়ে নিন এই প্রতিবেদনে।

জানিয়ে রাখা যাক, ঐশ্বর্যা-ক্যাটরিনা কেউই নন, সলমন নাকি বিয়ে করেননি রেখার জন্য! নিজের মুখে এমনটা জানিয়েছেন তিনি। সলমনের কথায়, তখন তিনি সদ্য টিনএজ। রেখা একজায়গায় যোগা শেখাতেন। রেখার প্রতি এতটাই অনুরাগ জন্মায় তাঁর যে আর দেরি না করে ওই ক্লাসে ভর্তি হয়ে যান সলমন। তাঁর কথায়, “যোগাভ্যাসের ইচ্ছে ছিল না আমার। কিন্তু রেখাজি ছিলেন বলেই ভর্তি হয়ে যাই।” রেখাও কম যান না, সলমনের গোপন অনুরাগের কথা জানতে পেরে তিনি বলেন, “সলমনের তখন ৭-৮ বছর। বাইসাইকেল করে আমার ফলো করতো ও। এমনকি বাড়িতে গিয়ে সবাইকে বলে দেয়, বড় হলে ও নাকি আমাকে বিয়ে করবে।”

এর পরেই বোমা ফাটান সলমন। তাঁর কথায়, “এই জন্যই বোধহয় আমার বিয়েটা হল না”। রেখাও কি চুপ থাকার পাত্রী? সবাইকে চুপ করিয়ে তাঁর উত্তর, “মনে হয়, আমারও এই কারণেই বিয়েটা হয়নি।”