বিতর্কিত মন্তব্য অতীত! কাঞ্চনকে নিয়ে অকপট শ্রীময়ী, ‘তুমি আমার…’

Sep 29, 2024 | 7:16 PM

বিতর্ক তাঁদের পিছু ছাড়ে না। আরজি কর কাণ্ডের সময়েও বিতর্কিত মন্তব্য করে তারকা থেকে সাধারণের চক্ষুশূল হয়েছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। সেই উপলক্ষে আমজনতার কাছে করজোড়ে কাঞ্চন ক্ষমা চাইলেও রেশ এখনও কাটেনি। তবে এর মধ্যেই কাঞ্চনকে নিয়ে অকপট শ্রীময়ী। ছুটির দিনে ছবি শেয়ার করে উজাড় করলেন ভালবাসা।

বিতর্কিত মন্তব্য অতীত! কাঞ্চনকে নিয়ে অকপট শ্রীময়ী, তুমি আমার...

Follow Us

বিতর্ক তাঁদের পিছু ছাড়ে না। আরজি কর কাণ্ডের সময়েও বিতর্কিত মন্তব্য করে তারকা থেকে সাধারণের চক্ষুশূল হয়েছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। সেই উপলক্ষে আমজনতার কাছে করজোড়ে কাঞ্চন ক্ষমা চাইলেও রেশ এখনও কাটেনি। তবে এর মধ্যেই কাঞ্চনকে নিয়ে অকপট শ্রীময়ী। ছুটির দিনে ছবি শেয়ার করে উজাড় করলেন ভালবাসা।

লিখলেন, “মুড অফ হলে তোমায় চাই। মুড অন থাকলেও তোমায় চাই। মুড খারাপ থাকলেও তোমায় চাই। মুড ভাল থাকলেও শুধু তোমাকেই চাই। রাগ হলেও তুমি আর আনন্দেও তুমি। কারণ তুমি যে আমার ধ্রুবক।” কাঞ্চনকে ঘিরে দিন কয়েক আগে বিতর্ক যখন তুঙ্গে তখনও স্বামীর পাশেই দাঁড়িয়েছিলেন শ্রীময়ী। এমনকি ক্ষমাও চাইতে দেখা যায় তাঁকে। স্বামীর পাশে তিনি যে সব অবস্থাতেই আছেন, সেই বার্তাই দিলেন তিনি।

কিছু দিন ধরেই বি-টাউনে রটেছে বিধায়ক স্বামীর পত্নী হওয়ার কারণে নাকি বিশেষ সুবিধে ভোগ করেন শ্রীময়ী চট্টরাজ। তাঁর বায়নাক্কায় নাকি অতিষ্ঠ প্রযোজনা সংস্থা। সত্যিই কি তাই? এ নিয়ে শ্রীময়ীর কাছেই সরাসরি প্রশ্ন রেখেছিল টিভিনাইন বাংলা। তিনি বলেন, “বিতর্ক যেন আমাদের পিছু ছাড়বে না। বারো বছরের বেশি সময় ধরে কাঞ্চন এই ইন্ডাস্ট্রিতে রয়েছে সব প্রোডাকশনে বলে দিতেই পারত। কিন্তু কেউ তো জানতই না আমাদের সম্পর্কের কথা। আমাদের অনেক ছবি আছে জানেন। পুরনো ফোনের কত টেক্সটও আছে এখনও। কোনও দিন কেউ জানতেই পারেননি আমাদের সম্পর্কের কথা। সেখানে এ সব রটছে আমি ভাবতেই পারছি না। আর তাছাড়া কাঞ্চন অন্য প্রযোজনা সংস্থায় কাজ করে। ওকে বিয়ে করার অনেক আগে থেকেই আমি সিরিয়ালে অভিনয় করছি। কাঞ্চনকে ভাঙিয়ে কোনও দিনই আমি কাজের সুবিধা নিইনি। আমি এক জন শিল্পী। কাঞ্চনকে দেখে আমার পারিশ্রমিক ঠিক হয় না। আমার স্বামীকে দেখে আমায় বাছাই করা হয়নি। সিরিয়ালে অভিনয় করতে করতেই আমার প্রেম তার পর বিয়ে এমনকি বিয়ের পর আমি অসুস্থও হয়ে পড়েছিলাম। সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি আমার প্রযোজকের কাছ থেকে। সুতরাং কারা এমন কথা রটাচ্ছে সেটা বলতে পারব না।”

Next Article