৯ বছর বয়স ছিল করিনা কাপুর খানের। একটি ট্রান্সপ্যারেন্ট নাইটি পরে এসেছিলেন সলমন খানের সমানে। চোখের উপর পড়ে থাকা চুলকে উড়িয়ে হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েছিলেন। ‘দস কা দম’ টক শোতে করিনা কাপুর খানের ছোটবেলার আচরণের এই কথা সকলকে বলে দিয়েছিলেন সলমন। তারপর সকলের সামনে তাঁর লেগ পুলিং করতে শুরু করেছিলেন। কী বলেছিলেন সলমন?
‘টশন’ ছবির শুটিংয়ের সময় সাইজ় জ়িরো হয়েছিলেন করিনা। টক শোতে সেই প্রসঙ্গ উত্থাপন করেছিলেন সলমন। বলেছিলেন, “৯ বছর বয়সের যে বাচ্চা মেয়েটা ট্রান্সপ্যারেন্ট নাইটি পরে আমার সামনে এসেছিল, সেই মেয়েটাকেই আমি দেখলাম জ়িরো ফিগার হয়ে জল থেকে উঠে আসছে। আমার ওই ৯ বছরের ছোট মেয়ে করিনার কথাই মনে পড়েছিল বারবার।”
সলমনের শোতে দিদি করিশ্মা কাপুরের সঙ্গে অংশ নিয়েছিলেন করিনা। সলমনের লেগ পুলিং সইতে না পেরে বিরক্ত হয়ে বলেছিলেন, “লোলো (করিশ্মা)-কে কিছু বলছে না সলমন। আমাকে যত খুশি লেগপুলিং করছে।”
নিজের চেয়ে ১০ বছরের বড় সইফ আলি খানকে বিয়ে করেছেন করিনা। সইফের প্রথম বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন করিনা। সইফ তাঁর গাল টিপে বলেছিলেন, “কেমন আছ বেটা?”