প্রিয়াঙ্কার শরীরে শাহরুখের জিনিস! গৌরী ধরে ফেলতেই তছনছ সংসার

আকাশ মিশ্র |

Mar 15, 2025 | 4:02 PM

শাহরুখের নামে তেমন কোনও কেচ্ছা বা গসিপ শোনা যায় না। একথা ততদিনই সত্যি ছিল, যতদিন না প্রিয়াঙ্কা চোপড়া এন্ট্রি না নেন! হ্য়াঁ, প্রিয়াঙ্কাই শাহরুখের জীবনে নিয়ে আসেন টুইস্ট অ্যান্ড টার্ন। আর প্রিয়াঙ্কার কারণেই বাদশার পরিবারে ঝড়। গুঞ্জন উঠেছিল প্রিয়াঙ্কার কারণে নাকি সংসার ভাঙতে চলেছিল গৌরা-শাহরুখের।

প্রিয়াঙ্কার শরীরে শাহরুখের জিনিস! গৌরী ধরে ফেলতেই তছনছ সংসার

Follow Us

সলমন খান, আমির খানের নামে বলিপাড়ায় নানা কেচ্ছা। আমির তো দু-দুটো বিয়ে করে, ফের আরেকবার প্রেমে পড়েছেন। অন্যদিকে সলমন, বার বার প্রেমে আঘাত পেয়ে, এলিজেবল ব্যাচেলার। বলিউড গুঞ্জনে এই দুই খানকে নিয়ে নানা গসিপ থাকলেও, আরেক খান অর্থাৎ শাহরুখের নামে তেমন কোনও কেচ্ছা বা গসিপ শোনা যায় না। একথা ততদিনই সত্যি ছিল, যতদিন না প্রিয়াঙ্কা চোপড়া এন্ট্রি না নেন! হ্য়াঁ, প্রিয়াঙ্কাই শাহরুখের জীবনে নিয়ে আসেন টুইস্ট অ্যান্ড টার্ন। আর প্রিয়াঙ্কার কারণেই বাদশার পরিবারে ঝড়। গুঞ্জন উঠেছিল প্রিয়াঙ্কার কারণে নাকি সংসার ভাঙতে চলেছিল গৌরা-শাহরুখের। ছাড় পাননি প্রিয়াঙ্কাও। শাহরুখকে ভালোবেসে, প্রিয়াঙ্কার শুধুই জুটেছে অপমান। এমনকী, বলিউডের নোংরা রাজনীতির ফাঁদেও পড়েছিলেন পিগি চপস।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সালটা ২০০৬। ফারহান আখতারের ডন ছবির সৌজন্যে জুটি বাঁধেন শাহরুখ-প্রিয়াঙ্কা। সেই ছবির শুটিং ফ্লোর থেকেই নাকি প্রেম শুরু তাঁদের। গুঞ্জনে রয়েছে, এই ছবির সাফল্যের পর নাকি প্রাইভেট বিমানে চেপে প্রিয়াঙ্কা ও শাহরুখ বিদেশেও পাড়ি দিয়েছিলেন। সেই সময়ের গসিপ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল শাহরুখ ও প্রিয়াঙ্কার সেই গোপন অভিসারের কিসসা। তবে এতকিছু রটলেও, শাহরুখ ও প্রিয়াঙ্কা কিন্তু একেবারেই চুপ ছিলেন।

এবার আসা যাক, আসল গণ্ডগোলে। ডনের সাফল্য়ের পর সব প্রযোজকই প্রায় শাহরুখ ও প্রিয়াঙ্কাকে নিয়ে ছবি করতে প্রস্তুত। পরিচালক ফারহান আখতারও ডন-এর সিক্যুয়েল আনছেন। সুতরাং ফের শাহরুখ ও প্রিয়াঙ্কার প্রেম গুঞ্জনে আগুন। ডন ২ মুক্তিও পেল। কিন্তু সেই ডন ২ ছবিই যে বিপদ ডাকবে, তা আন্দাজও করতে পারেননি প্রিয়াঙ্কা ও শাহরুখ। গুঞ্জনে আসে, ডন ২ ছবির সাফল্যের পর ছবির টিমের জন্য একটা পার্টি দিয়েছিলেন ফারহান আখতার। তাঁর ফ্ল্যাটে হাজির হয়েছিলেন শাহরুখ, প্রিয়াঙ্কা। মাঝরাত পর্যন্ত সেই পার্টি চলে। জানা যায়, শাহরুখের লেদার জ্য়াকেট পরেই সেই রাতে পার্টি থেকে ফিরেছিলেন প্রিয়াঙ্কা। সেটা নাকি ছিল শাহরুখের সাধের লেদার জ্যাকেট।

এই ঘটনার বেশ কিছুদিন পরেই প্রিয়াঙ্কার একটি এয়ারপোর্টের ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, শাহরুখের সেই সাধের জ্যাকেটটি গায়ে পরে বিমান বন্দর থেকে বের হচ্ছেন প্রিয়াঙ্কা। সেই ছবি সংবাদামাধ্যমে আসতেই তুমুল ঝামেলা শাহরুখের পরিবারে। এতদিন যা রটছিল, তার যেন হাতে নাতে প্রমাণ পান গৌরী। শোনা যায়, এই নিয়ে শাহরুখের সঙ্গে তুমুল ঝামেলা শুরু হয় গৌরীর। সেই ঝগড়া নাকি বিবাহবিচ্ছেদের দিকেও চলে যায়। তবে পরিস্থিতি সামাল দেন শাহরুখ। দূরত্ব বাড়িয়ে দেন প্রিয়াঙ্কার সঙ্গে। তবে এখানেই শেষ নয়, সেই জ্য়াকট পরেই এক সাক্ষাৎকার দিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই স্পষ্ট বলেছিলেন এটা এক্স বয়ফ্রেন্ডের! তারপর গৌরী, শাহরুখ ও প্রিয়াঙ্কা কাণ্ড দাবানলের মতো ছড়িয়ে পড়ে বলিউডে।

প্রিয়াঙ্কা তাঁর অটোবায়োগ্রাফিতে শাহরুখকে ইঙ্গিত করে লিখেছেন, একজন সফল পুরুষকে ভালোবেসে, নিজের ব্যর্থতাকে ডেকে এনেছিলাম। ভালোবাসা নিয়ে এত রাজনীতি যে নিজের দেশই ছাড়তে হল।