‘আমি হাঁটতে ভুলে গেছি’, হাসপাতালের বিছানায় শুয়ে জিতেন্দ্রকে বলেন অমিতাভ

জিতেন্দ্র আরও জানান, অমিতাভ কখনও নিজের সাফল্যে গা ভাসাননি। জনপ্রিয়তার চূড়ায় থেকেও তিনি সময়ের মূল্য বোঝেন, সেটে কখনও কাউকে অপেক্ষা করান না। এমনকি শুরুর দিনগুলোতে যখন রাত ৩টা পর্যন্ত আড্ডা হতো, তবুও তিনি পরদিন সকাল ৭টায় সেটে ঠিক হাজির থাকতেন।

আমি হাঁটতে ভুলে গেছি, হাসপাতালের বিছানায় শুয়ে জিতেন্দ্রকে বলেন অমিতাভ

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 13, 2025 | 6:28 PM

আজও পর্দায় তিনি এলে সময় যেন থমকে যায়। ৮৩ বছর বয়সেও তাঁর শৃঙ্খলা, পরিশ্রম আর অভিনয়ের প্রতি নিষ্ঠা উদাহরণ হয়ে আছে সবার জন্য। তবে এক সময় এমন একটা মুহূর্ত এসেছিল, যখন তাঁর জীবন ও কেরিয়ার দুটোই প্রায় শেষ হয়ে যেতে বসেছিল। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় মারাত্মক চোট পান তিনি। কয়েক মিনিটের জন্য তাঁকে ‘ক্লিনিকালি ডেড’ বলে ঘোষণা করা হয় হাসপাতালের তরফ থেকে। প্রচুর লড়াইয়ের পর ঈশ্বরের আশীর্বাদে তাঁকে ফিরিয়ে আনা হয়।

সেই সময়ের স্মৃতি তুলে ধরে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র জানান, দুর্ঘটনার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে অমিতাভকে দেখতে গিয়েছিলেন তিনি। জিতেন্দ্র বলেন, “বিছানায় শুয়ে সেদিন অমিতাভ বলেছিলেন, ‘আমি হাঁটতে ভুলে গেছি।’ এতদিন শুয়ে থাকায় হাঁটার ক্ষমতাই হারিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু ওর ইচ্ছাশক্তিই ওকে ফিরিয়ে এনেছে।” অমিতাভের কাজের প্রতি নিষ্ঠা ও প্যাশন নিয়েও ভূয়সী প্রশংসা করেন জিতেন্দ্র।

জিতেন্দ্র আরও জানান, অমিতাভ কখনও নিজের সাফল্যে গা ভাসাননি। জনপ্রিয়তার চূড়ায় থেকেও তিনি সময়ের মূল্য বোঝেন, সেটে কখনও কাউকে অপেক্ষা করান না। এমনকি শুরুর দিনগুলোতে যখন রাত ৩টা পর্যন্ত আড্ডা হতো, তবুও তিনি পরদিন সকাল ৭টায় সেটে ঠিক হাজির থাকতেন। এই নিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণই তাঁকে যুগের পর যুগ ধরে অপ্রতিরোধ্য করে রেখেছে। তিনি বলিউডের শাহেনশাহ। দীর্ঘ ৫৫ বছরের কেরিয়ারে অসুস্থ হয়েছেন তিনি একাধিকবার। তবে তাঁকে কখনও কাজ থেকে সেভাবে বিরতি নিয়ে হয়নি। সামান্য সুস্থ হতেই তিনি আবারও ফিরেছেন সেটে।