Bangladeshi adult actor arrested: ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি পর্ন স্টার, কী করেছেন?

Bangladeshi adult actor arrested: গোপন সূত্রে পুলিশ খবর পায়, আম্বেরনাথে এক বাংলাদেশি পরিবার ভুয়ো নথি ব্যবহার করে বাস করছে। খবর পেয়েই তল্লাশি চালায় পুলিশ। তারপরই প্রকাশ্যে আসে ভুয়ো নথি ব্যবহার করে ওই পর্ন স্টারের ভারতে থাকার বিষয়টি। তদন্তের সময় পুলিশ জানতে পারে, অমরাবতীর এক বাসিন্দা ওই পর্ন স্টার ও তাঁর তিন সঙ্গীকে ভুয়ো পাসপোর্ট বানিয়ে দিয়েছেন।

Bangladeshi adult actor arrested: ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি পর্ন স্টার, কী করেছেন?
প্রতীকী ছবি, ফোটো সৌজন্য-Matt Anderson Photography/Moment/Getty Images

Sep 27, 2024 | 8:24 PM

মুম্বই: পর্নোগ্রাফি সিনেমায় অভিনয় করেন। বাস করেন মুম্বইয়ের অদূরে। রয়েছে পাসপোর্ট। কিন্তু, সেই পাসপোর্ট খতিয়ে দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ পুলিশের। তারপরই ভুয়ো পাসপোর্টের সাহায্যে ভারতে অবৈধভাবে বাস করার অভিযোগে বাংলাদেশের ওই পর্ন স্টারকে গ্রেফতার করা হল। মুম্বই থেকে ৫০ কিমি দূরে উল্লাসনগরে হিল লাইন পুলিশ তাঁকে গ্রেফতার করে। খোঁজ চলছে তাঁর তিন সঙ্গী-সহ চারজনের।

গোপন সূত্রে পুলিশ খবর পায়, আম্বেরনাথে এক বাংলাদেশি পরিবার ভুয়ো নথি ব্যবহার করে বাস করছে। খবর পেয়েই তল্লাশি চালায় পুলিশ। তারপরই প্রকাশ্যে আসে ভুয়ো নথি ব্যবহার করে ওই পর্ন স্টারের ভারতে থাকার বিষয়টি। তদন্তের সময় পুলিশ জানতে পারে, অমরাবতীর এক বাসিন্দা ওই পর্ন স্টার ও তাঁর তিন সঙ্গীকে ভুয়ো পাসপোর্ট বানিয়ে দিয়েছেন। হিল লাইন পুলিশ ওই পর্ন স্টার ও আরও চারজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করে। গ্রেফতার করা হয় ওই পর্ন স্টারকে। জানা গিয়েছে, অভিযুক্তের বাবা-মা বর্তমানে কাতারে থাকেন। এই মামলায় বাকি চার অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

চলতি বছরেই মহারাষ্ট্রের থানেতে ২৩ বছরের এক যুবতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। যুবতীর বিরুদ্ধে অভিযোগ ছিল, ভুয়ো পার্সপোট ব্যবহার করে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। অভিযোগ, নিজের নাম বদলে আধার কার্ড, প্যান কার্ড-সহ একাধিক পরিচয়পত্র তৈরি করেছিলেন। ভিসা পেতে ভুয়ো পাসপোর্টের সঙ্গে সেইসব নথি জমা দিয়েছিলেন। ওইসব ভুয়ো নথি পেতে তাঁকে সাহায্য করেছিলেন এক ব্যক্তি। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধেও মামলা করেছিল পুলিশ।