Viral: পাঁচতারা হোটেলে যাওয়ার এই খেসারত! ‘খোলা জানালায়’ ট্রাফিক জ্যাম

Couple in Hotel: কিন্তু এই জানলা খোলা থাকাটাই কাল হয়ে দাঁড়াল। পথচলতি অনেকেই তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন। হোটেলের রুমের চেয়েও বেশি দাম দিতে হল!

Viral: পাঁচতারা হোটেলে যাওয়ার এই খেসারত! খোলা জানালায় ট্রাফিক জ্যাম
Image Credit source: ScreenGrab

Jun 21, 2025 | 11:06 PM

পাঁচতারা হোটেলে যাওয়ার এত বড় খেসারত! এমনটা হয়তো ভাবেনি এক যুগল। পাঁচতারা হোটেলে রুম নিয়েছিলেন। কিন্তু জানলা খোলা। আর সেই অবস্থাতেই ঘনিষ্ঠ হন তারা। কিন্তু এই জানলা খোলা থাকাটাই কাল হয়ে দাঁড়াল। পথচলতি অনেকেই তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন। হোটেলের রুমের চেয়েও বেশি দাম দিতে হল!

এমন ঘটনা রাজস্থানের। জয়পুরের সিভিল লাইনের একটি পাঁচতারা হোটেলে উঠেছিল এক যুগল। রাত ১০-টার দিকের ঘটনা। ভালোবাসায় এতটাই উন্মত্ত যে জানলায় পর্দা নেই, সেটা খেয়ালই করেননি। পথ চলতি অনেকেই দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে থাকেন। এখানেই শেষ নয়, অনেকে আবার গাড়ি থামিয়ে সেই দৃশ্য মোবাইলে ভিডিয়ো করেন। দ্রুতই তা ভাইরালও হয়ে যায়। স্বাভাবিক ভাবেই এই ঘটনা নিয়ে চূড়ান্ত অস্বস্তি তৈরি হয়েছে। অনেকে এটাকে বিদ্রুপের সঙ্গেও দেখছেন। মজার কমেন্টে লিখছেন ‘নিজেদের সিনেমাহল’।

পাঁচতারা হোটেলের এই ঘটনার জেরে এলাকায় রীতিমতো ট্রাফিক জ্যাম তৈরি হয়। হোটেল কর্তৃপক্ষ অবশ্য নিজেদের পিঠ বাঁচাতেই ব্যস্ত। জানালায় কেন পর্দা ছিল না! এ নিয়ে তাদের ভ্রুক্ষেপ নেই। বরং ভিডিয়ো দেখিয়ে তাদের প্রশ্ন করা হলে, পরিষ্কার জানিয়ে দেন এটি তাদের হোটেলের ঘটনা নয়। সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিক রয়েছে, তেমনই ক্ষতিকারক দিকও যে অনেক বেশি রয়েছে, আরও একবার এই ঘটনাতেই তা প্রমাণিত হয়। ব্যক্তিগত মুহূর্ত, আর ব্যক্তিগত নয়!