মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। আগেই বলেছিলাম মহাযুতি জিতবে। ধন্যবাদ প্রিয় বোনেরা। মহাযুতির সব দলকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রী কে হবেন, প্রশ্ন করলে তিনি বলেন, “এই তিন দল একসঙ্গে এই সিদ্ধান্ত নেবে।”
ঝাড়খণ্ডের ফল প্রকাশের বেশ কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পর রাঁচিতে কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক বসেছে। ঝাড়খণ্ডে জেএমএম জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর, এই বৈঠক চলছে। জেএমএম জোট ৪৭টি আসনে এগিয়ে রয়েছে। শেষ আপডেট অনুযায়ী, একই সঙ্গে ৩১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট।
মহারাষ্ট্রে ২০০-র গণ্ডী পার করে ফেলেছে এনডিএ জোট। ২০৩টি আসনে এগিয়ে জোট। ৭২টি আসনে এগিয়ে মহা বিকাশ আগাড়ি।
এই ফলাফল সামনে আসার পর শিব সেনা (ইউবিটি)-র নেতা সঞ্জয় রাউত বলছেন, কোথাও একটা ভুল হয়েছে। এটা মানুষের রায় নয়। হার জিত তো থাকবেই।
ঝাড়খণ্ডে ২৪ বছরের পুরনো ঐতিহ্য ভাঙতে চলেছে! আবারও ক্ষমতায় ফিরতে পারেন হেমন্ত সোরেন। ট্রেন্ড তেমনটাই বলছে। ঝাড়খণ্ডের ২৪ বছরের ইতিহাসে এমনটা কখনও ঘটেনি যে কোনও দল একটানা দ্বিতীয়বার সরকার গঠন করেছে। কিন্তু এবার সেটাই হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা পার মহাযুতির। ২৮৮ আসনের মধ্যে ২০০ আসনেই এগিয়ে এনডিএ। মহা বিকাশ আগাড়ি পিছিয়ে অনেকটাই।
ঝাড়খণ্ডে গেরুয়া ঝড় দমিয়ে দিচ্ছেন হেমন্ত সোরেন। জেএম, কংগ্রেস, আরজেডি, সিপিআই(এমএল)(এল)-র জোট মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে। জেএমএম এগিয়ে ২৪ আসনে, কংগ্রেস এগিয়ে ১১ আসনে, আরজেডি ৬ আসনে, সিপিআই(এমএল) ২ আসনে এগিয়ে। অন্যদিকে, এনডিএ এগিয়ে ২৬ আসনে। এর মধ্যে বিজেপি এগিয়ে ২৪ আসনে, জেডিইউ ১ আসনে, এজেএসইউপি ১ আসনে এগিয়ে।
#JharkhandAssemblyElection2024 | Initial trends by Election Commission:
Mahagathbandhan (43) crosses the halfway mark of 40 (JMM 24, Congress 11, RJD 6, CPI(ML)(L) 2)
NDA leading on 26 seats (BJP 24, AJSUP 1, JDU 1) pic.twitter.com/Lwomjz9BQd— ANI (@ANI) November 23, 2024
মহারাষ্ট্রে ১৩২টি আসনে এগিয়ে এনডিএ। ১২২ আসনে এগিয়ে মহাবিকাশ আগাড়ি। ১০টি আসনে এগিয়ে অন্যান্যরা। বারামতিতে এগিয়ে অজিত পাওয়ায়। অন্যদিকে ওয়ানাডে উপ নির্বাচনে এগিয়ে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী।
ঝাড়খণ্ডে কঠিন লড়াই। পরিসংখ্যান দ্রুত বদলে যাচ্ছে। ঝাড়খণ্ডে তুমুল লড়াই চলছে। পরিসংখ্যান দ্রুত পরিবর্তন হচ্ছে। ৮১টি আসনের মধ্যে ৬২টি আসনের যে ট্রেন্ড সামনে এসেছে, তাতে বিজেপি জোট ৩৪টি আসনে এগিয়ে। কংগ্রেস-জেএমএম জোট ২৭টি আসনে এগিয়ে রয়েছে।
সিতাইতে প্রথম রাউন্ডের শেষে ১৫,০০০ ভোটে এগিয়ে তৃণমূল। দ্বিতীয় রাউন্ডের শেষে হাড়োয়ায় তৃণমূল প্রার্থী এগিয়ে ১৩,৫৭৬ ভোটে।
ঝাড়খণ্ডে শুরু জোর লড়াই। গণনা শুরু হওয়ার পরই NDA দুটি আসনে এগিয়ে গিয়েছে এবং কংগ্রেস জোট দুটি আসনে এগিয়ে রয়েছে। তবে বর্তমানে পোস্টাল ব্যালট গণনা চলছে।
ফলাফলের আগেই চম্পাই সোরেন বললেন, ঝাড়খণ্ডে এনডিএ সরকার গঠিত হবে। সেরাকেলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চম্পাই সোরেন বলেন, “বেশিরভাগ বিধানসভায় বিজেপি জিতবে। এই বিষয়ে কোন সন্দেহ নেই। সরকারও গঠন করবে বিজেপি-এনডিএ জোট। নির্বাচনী প্রচারের সময় থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। ভোট হয়েছে বিজেপি জোটের পক্ষে।”
গণনা শুরু হওয়ার আগেই মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় পড়েছে পোস্টার। সেখানে এনসিপি নেতা অজিত পাওয়ারকে মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। পরে সেই পোস্টার সরিয়ে নেওয়া হয়।
ঝাড়খণ্ডে মোট ৮১টি বিধানসভা আসন রয়েছে, সরকার গঠন করতে প্রয়োজন ৪২টি আসনে জয়। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট জয়ী হয়েছিল। তবে এবার নির্বাচনের কয়েক মাস আগেই গ্রেফতার করা হয় হেমন্ত সোরেন। পরে জামিন পেয়ে ফের মুখ্যমন্ত্রী পদে বসেন তিনি।
মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে। রাজ্যে বর্তমানে ক্ষমতায় রয়েছে মহাযুতি জোট। বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ীর সঙ্গে জোর টক্কর এবার। মহাযুতি জোটে রয়েছে বিজেপি, একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা এবং এনসিপি। আর মহাবিকাশ আগাড়ি জোটে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা এবং শরদ পাওয়ারের দল। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন কমপক্ষে ১৪৫টি আসনে জয়।
মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ আজ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলি। বুথ ফেরত সমীক্ষা বলছে দুই রাজ্যেই বিজেপির ফল ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গণনা শুরু হলেই স্পষ্ট হবে কার হাতে থাকবে এই দুই রাজ্য। এছাড়াও দেশের একাধিক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলও প্রকাশ হচ্ছে আজ।