Pahalgam Attack: বয়স সকলের প্রায় ২৫-এর মধ্যেই! পহেলগাঁওতে যে চার জঙ্গি হামলা চালিয়েছিল, জেনে নিন তাদের পরিচয়

Pahalgam Attack: যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, চার জঙ্গির হাতে একে ৪৭ ছিল। তারা যখন পর্যটকদের ওপর হামলা চালায়, শরীরে বাঁধা ছিল লাইভ বডি ক্যামেরা। গোটা ঘটনা ধরা পড়েছে সেই ক্যামেরায়। এক জন জঙ্গির নাম এখনও জানা যায়নি।

Pahalgam Attack: বয়স সকলের প্রায় ২৫-এর মধ্যেই! পহেলগাঁওতে যে চার জঙ্গি হামলা চালিয়েছিল, জেনে নিন তাদের পরিচয়
চার জঙ্গির ছবি প্রকাশ্যে Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 23, 2025 | 1:12 PM

শ্রীনগর: পহেলগাঁওতে হামলার চার জঙ্গির ছবি এল প্রকাশ্যে। তাদের মধ্যে ২ জন পাকিস্তানি, ২ জন কাশ্মীরি। তাদের মধ্যে তিন জনের নামও জানা গিয়েছে ইতিমধ্যে।  চার জনই লস্কর-ই তৈবা সংগঠনের সদস্য। তিন জঙ্গির নাম আসিফ ফৌজি, সুলেমান শাহ, আবু তালহা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স। চার জঙ্গির ছবি সামনে আসতে তদন্তে আরও বেশি জোর।

যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, চার জঙ্গির হাতে একে ৪৭ ছিল। তারা যখন পর্যটকদের ওপর হামলা চালায়, শরীরে বাঁধা ছিল লাইভ বডি ক্যামেরা। গোটা ঘটনা ধরা পড়েছে সেই ক্যামেরায়। এক জন জঙ্গির নাম এখনও জানা যায়নি।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গিহানার ঘটনায় অন্তত ২৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত ২৮। তবে বৈসরন উপত্যকার রিসর্টে হামলায় ঠিক কত জন জঙ্গি ছিল, তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়। সূত্রের খবর, হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছ’জন। এনআইএ-এর তরফ থেকে আপাতত তিন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে। যাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের বয়ান অনুযায়ী এই স্কেচ তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই এই ছবি  ও তিনটে স্কেচ আইবি, সেনাবাহিনীর কাছে সম্পূর্ণভাবে সার্কুলেট করা হয়েছে।