কলকাতা: বাড়ানো হল সাগরদত্ত হাসপাতালের পুলিশি নিরাপত্তা। শনিবারের বৈঠকের পর নতুন করে ১২ জন কনস্টেবলকে নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে। সঙ্গে থাকবেন চার জন অফিসারও। আগে ছিলেন ২৮ জন পুলিশ কর্মী। আপাতত নিরাপত্তার জন্য মোতায়ন পুলিশের সংখ্যায় বেড়ে হল ৪৪ । রবিবার থেকেই অতিরিক্ত পুলিশ কর্মী সাগরদত্ত মেডিক্যালে মোতায়েন থাকবে।
যদিও পুলিশি নিরাপত্তা বাড়ানো হলেও ভরসা রাখতে পারছেন না আন্দোলনকারী চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, পুলিশ থাকা অবস্থাতেও হাসপাতালের ভিতরে নিগৃহীত হতে হয়েছে নার্সকে। কিন্তু হামলার সময়ে পুলিশকে সেভাবে দেখা যায়নি।
আরজি কর কাণ্ডের পর হাসপাতালে নিরাপত্তার দাবিতে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যভবনের সামনে ধরনায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। দীর্ঘ টানাপোড়েনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের মিটিং নয়। সেই বৈঠকে হাসপাতালে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেয় রাজ্য সরকার। উল্লেখ্য, এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতেও বিস্তর সওয়াল জবাব হয়। গত শুনানিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে রাজ্য সরকারকে কী কী পদক্ষেপ করেছে, তা জানতে চান। কিন্তু তার মধ্যেও সাগরদত্ত মেডিক্যাল কলেজে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। ফলে আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তার আগে পর্যন্ত তাঁরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবেন।