Sarawasti Pujo: সারাদিন পাড়ার সরস্বতী পুজোয় ছিল, ভাসানে যেতে দেননি মা! আত্মঘাতী নবনালন্দা স্কুলের দশম শ্রেণির ছাত্রী

Souvik Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 17, 2024 | 9:17 AM

Sarawasti Pujo: বেহালা বাসিন্দা দশম শ্রেণির ছাত্রী সৃজনী গত পরশু দিন পাড়ার সরস্বতী পুজোতে ছিল। বাড়ির লোক জানাচ্ছে, সারাদিন বন্ধুদের সঙ্গে বাইরেই ছিল সে। রাতে বাড়ি ফেরে। কিন্তু সেদিন আর তাঁরা কিছু বলেননি।

Sarawasti Pujo: সারাদিন পাড়ার সরস্বতী পুজোয় ছিল, ভাসানে যেতে দেননি মা! আত্মঘাতী নবনালন্দা স্কুলের দশম শ্রেণির ছাত্রী
বেহালা আত্মঘাতী ছাত্রী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  সরস্বতী পুজোয় সারাদিন বন্ধুদের সঙ্গে ছিল। বাড়ির লোক সেদিন তাকে ছাড় দিয়েছিলেন। কিন্তু পরেরদিন পাড়ার সরস্বতী পুজোর ভাসানেও যেতে চেয়েছিল মেয়ে। কিন্তু তখন বকাবকি করেন মা। যেতে দেননি। পড়তে বসার কথা বলেছিলেন। তাতেই চরম সিদ্ধান্ত নবনালন্দা স্কুলের দশম শ্রেণির ছাত্রীর। ঘর থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বেহালায়। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম সৃজনী দালাল। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বেহালা বাসিন্দা দশম শ্রেণির ছাত্রী সৃজনী গত পরশু দিন পাড়ার সরস্বতী পুজোতে ছিল। বাড়ির লোক জানাচ্ছে, সারাদিন বন্ধুদের সঙ্গে বাইরেই ছিল সে। রাতে বাড়ি ফেরে। কিন্তু সেদিন আর তাঁরা কিছু বলেননি। পরের রাতেও পাড়ার সরস্বতী পুজোর ভাষণে যেতে চেয়েছিল সৃজনী। কিন্তু তার মা বকাবকি করেন ও ভাসানে যেতে দেননি।

সামনেই বড় পরীক্ষা। তাই পড়তে বসতে বলেছিলেন। সেই নিয়ে মানসিক অবসাদে ছিল সৃজনী। শুক্রবার দুপুরে মা ডাকলে সাড়া পাননি। গিয়ে দেখেন ঘরে দরজা বন্ধ রয়েছে। সন্দেহ হলে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে ছাত্রী। তড়িঘড়ি তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে বেহালা থানার পুলিশের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলার রজু হয়েছে।

Next Article